সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ভুটানে যে’তে হলেও পথচারীদের কর দি’তে হ’বে, চালু হলো ন’য়া নি’য়’ম

এবার ভুটান বেড়াতে গেলে আপনাকে দিতে হবে কর অর্থাৎ ট্যাক্স। এবার থেকে ভুটান বেড়াতে গেলে মাথাপিছু দশ টাকা করে কর দিতে হবে যার পোশাকি নাম ইউজার ফি।

জানা যাচ্ছে জয়দা থেকে ফুন্তসলিং এবং ফুন্তসোলিং থেকে জয়গা যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেকবারে দিতে হবে এই কর। নগদে অথবা মোবাইলে অ্যাপের মাধ্যমে কর দিতে পারবেন সাধারণ মানুষ। তবে শুধুমাত্র ভারতীয় নাগরিক নয়, ভুটান নাগরিকদের ক্ষেত্রে ওই একই নিয়ম প্রযোজ্য।

প্রতিদিন ভুটান থেকে ভারতে এবং ভারত থেকে ভুটানে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। কেউ কাজের ক্ষেত্রে কেউ আবার ভ্রমণের উদ্দেশ্যে ভূটানে যাতায়াত করেন।

আরো পড়ুন: রোবট এবার ফুচকা খা’ও’য়া’চ্ছে!

বহু মানুষকে একাধিক বার ভুটান যেতে হয় তাই এই বাড়তি কর দিতে গেলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের বিশেষ করে মজুর অথবা দিনমজুরদের।