সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রোবট এবার ফুচকা খা’ও’য়া’চ্ছে!

অনুমান করুন একটু যদি কোনোদিন এমন আসল আমাদের স্টিট ফুড সার্ভ করছে রোবট, তাহলে কি হবে? এই ধরুন ফুচকা যেটা সবার কম বেশী ভালো লাগে, সেই ফুচকাই যদি কোনো রোবট সার্ভ করে তাহলে জিনিসটা কেমন হবে? এটা এতদিন শুধু আমাদের কল্পনার মধ্যেই ছিল, কিন্তু সেই কল্পনা এবার বাস্তবের রুপ ধারণ করতে চলেছে।

সম্রপ্তি একটি রোবটের ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে , ব্যাঙ্গালোরের একটি নামী ক্রিপ্টো সংস্থার অফিসে কর্মীদের খাবার সার্ভ করছে রোবট। একের পর এক সুস্বাদু খাবার সার্ভ করছে রোবট। এই ভিডিওটি শেয়ার করেছেন কয়েক সুইচ কুবের এর ডিরেক্টর ও এডিটর ইন চিফ। লিঙ্কড ইনে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

আর সেটাই দারুণ ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছেন আপনার অফিসে কি ফুড রোবট আছে? এই রোবটি টি নাকি খুবই সুস্বাদু খাবার সার্ভ করে থাকে। ভিডিওটি দেখে নেটিজেনরা দারুণ খুশি হয়েছেন। তারা রোবটটির ও সাথে সংস্থার প্রশংসা করতেও ভোলে না।

আরো পড়ুন: মা’ত্র ২৫০ কোটি লটারিতে জি’তে স্ত্রীকে কিছুই জানাননি চাইনিজ যুবক! কারণ বে’শ অ’দ্ভু’ত

অনেকেই কমেন্ট করে বলে যে আপনারা কি বাইরের লোককে অফিসে ঢুকতে দেন? রোবটের মাধ্যমে খাওয়া সার্ভ করার অনেক উপকারিতা আছে। খাবার সার্ভ করার ধরনটা থাকবে একেবারেই আলাদা, সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক।

https://www.linkedin.com/posts/ankitvengurlekar_foodtech-activity-6989067140137955328-k5I7?utm_source=share&utm_medium=member_desktop