সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুকান্তের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যকে বি’শে’ষ বা’র্তা দিলেন রাজ্যপাল

শনিবার সকালে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুঘন্টার বৈঠকে এক অভিযোগপত্র তিনি তুলে দেন রাজ্যপালের হাতে।

বৈঠকের শেষে রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে এক বিবৃতি দিয়ে ‘ কড়া অবস্থান ‘ জানালেন রাজ্যপাল।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে করতে এবং দুর্নীতি রোধে ‘ জিরো টলারেন্স ‘ পলিসির পক্ষে কথা বলেন তিনি।

তার বিবৃতিতে মূলত তিনটি বিষয় উল্লেখ্য –
১. ভারতের অক্ষুন্ন সংবিধান রক্ষা,
২. সুনিশ্চিত আইন-এর শাসন প্রতিষ্ঠা, এবং
৩. বাংলার মানুষের উন্নয়ের লক্ষে কাজ করা।

আরো খবর: আজ রবিবার, জেনে নিন ছুটির দিনটি কেমন কা’ট’বে, দেখুন রাশিফল (12.02.2023)

তিনি আরও বলেন যে – “বিজেপির রাজ্য সভাপতি পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আসন্ন পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে , আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।”

বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে জানান যে আসন্ন পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে হবে,এই বিষয়ে রাজ্যপাল তাকে আশ্বস্ত করেছেন।কোথাও দুর্নীতি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করে শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন – “তোলাবাজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় যে অসভ্যতা করা হয়েছিল তাতেই রাজ্যপাল মর্মাহত। তাই রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে গেছিলেন সুকান্ত ।”