সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংকে “বেওয়ারিশ” কয়েক হাজার কোটি টা’কা! এবার তা দিয়ে দেওয়ার সি’দ্ধা’ন্ত নিলো RBI

দেশের বিভিন্ন ব্যাংকে নাকি আনক্লেমড অবস্থায় পড়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। এবার ওই টাকার নিষ্পত্তি করতে এক নতুন অভিযান শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১০০ দিন ১০০ পে এই অভিযানের নতুন নাম। ইতিমধ্যেই সেইসব ব্যাংকে বার্তা দেওয়া হয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে।

দেশের ব্যাংকগুলিতে ৩৫ হাজার কোটি টাকা এই অবস্থায় পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১০০ দিনের মধ্যে প্রতিটি জেলার প্রতিটি ব্যাংকে জমা থাকা ১০০ টি বেওয়ারিশ একাউন্ট খুঁজে বের করে সেই টাকার বোঝা অবিলম্বে কমাতে হবে বলেও জানানো হয়েছে।

আর এভাবেই নাকি ওই টাকার নিষ্পত্তি হবে, কিন্তু কাদের কাছে দেওয়া হবে ওই টাকা, জানা গিয়েছে ওই টাকার যারা প্রকৃত দাবিদার তাদের কাছেই যাবে। দশ বছর বা তার বেশি সময় ধরে যদি কোন একাউন্টে লেনদেন না করা হয় তবে সেই একাউন্টে থাকা টাকাকে বলা হয় আনক্লেমড ডিপোজিট।

আরো খবর: এই দেশে স্বে’চ্ছা’মৃ’ত্যু বৈধ, কেউ ম’র’তে চাইলেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার

আবার সাদা বাংলায় একে বলে বেওয়ারিশ টাকা। দেশের বিভিন্ন রাষ্ট্রের অধিনস্ত ব্যাংকগুলিতে কোন দাবিদার না থাকায় এমন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় কয়েক লাখ। এইসব অ্যাকাউন্টে ৩৫ হাজার কোটি টাকা রয়েছে। কি হবে এই টাকাটা জানতে রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ হয়ে ছিল বিভিন্ন জেলার ব্যাংক।

যেসব অ্যাকাউন্টের দাবিদার নেই সেইসব অ্যাকাউন্ট সম্পর্কে আরবিআইকে অবগত করা হয়।। বিভিন্ন ব্যাংকে থাকা এই একাউন্টে জমা টাকাগুলি এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট ফান্ডে স্থানান্তরিত করে দেওয়া হয়। এরপর এই সচেতনতার অভিযান শুরু হয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে।

অনেক সময় গ্রাহকদের মৃত্যুর পর তাদের নামে নিজের তরফে কোনরকম দাবি জানানো হয় না। ফলে বছরের পর বছর ধরে বাড়তে থাকে একাউন্টের টাকা। দশ বছর ধরে এই লেনদেন না হলে তখনই সেই সম্পত্তিকে আনক্লেমড ঘোষণা করা হয়।