সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর কার মহালয়া সবথেকে সে’রা? কোয়েল-দিতিপ্রিয়া না’কি শুভশ্রী

প্রতিবছরের মতো এ বছরেও টিভির বিভিন্ন চ্যানেলগুলোতে ছিল মহালয়ার ঘনঘটা। বাংলার বিখ্যাত তিন চ্যানেল স্টার জলসা,জি বাংলা, কালার্স বাংলাতে ছিল মহালয়ার সব দারুণ চমক। যদিও বাঙালি বরাবরই মহালয়া দেখার বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ শুনতে বেশি ভালোবাসেন। সারাবছর যেখানে রেডিওর খোঁজ থাকে না সেখানে এই দিনটার আগমনে আবার রেডিওকেই আঁকড়ে ধরে বাঙালি। তাও যারা টিভিতে মহালয়া দেখতে ভালোবাসেন তাদের জন্যই এই এত জাঁকজমক এর আয়োজন।টেলিভিশনে নায়িকাদের রূপের মাধুর্যে মনে হচ্ছিল মা দুর্গাই যেন স্বয়ং ধরাধামে আবির্ভূত হয়েছেন।

জি বাংলা, স্টার জলসা এবং কালার্স বাংলাতে দেবীসাজে আবির্ভূত হয়েছিলেন যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলী, দিতিপ্রিয়া রায়, এবং কোয়েল মল্লিক। এদের সাজ ছিল অসাধারণ। জি বাংলাতে শুধু দেবী দুর্গা নয়, সাথে দেবীর ভিন্ন ভিন্ন রূপেরও উপস্থাপন করা হয়েছে। সেখানে এক একটি চরিত্রে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিকের সব জনপ্রিয় অভিনেত্রীদের।

তাই এবার তিন চ্যানেলের মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলেছে টিআরপিকে কেন্দ্র করে। শুভশ্রী এবং কোয়েল মল্লিকের দেবীসাজ যদিও নতুন নয়। তাদেরকে এর আগেও মহালয়ায় দুর্গার বেশে পেয়েছেন দর্শক। তবে মহালয়া দেবী দুর্গা হিসেবে দিতিপ্রিয়ার অভিনয় এই প্রথম। ফলে মহালয়া নিয়ে দিতিপ্রিয়ার অনুরাগীদের মধ্যে এবারে যথেষ্ট উত্তেজনা ছিল। এছাড়াও জি বাংলার দেবীর ভিন্ন ভিন্ন রূপে যেসব অভিনেত্রীদের দেখা গিয়েছে তাদেরকে নিয়েও দর্শকদের উৎসাহ কিছুমাত্র কম ছিল না। অনেক অভিনেত্রীরই এবছর প্রথমবার মহালয়াতে আবির্ভাব ঘটেছে। যেমন- মিঠাই ওরফে সৌমিতৃষা, অপু ওরফে সুস্মিতা এবং আরও অনেকে।

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই জানা গিয়েছে কার কোন চ্যানেলের মহালয়া ভালো লেগেছে। কার কোন অভিনেত্রীকে দেবীরূপে ভালো লেগেছে। দর্শকরা তাদের রায় জানিয়ে দিয়েছেন। শুধু ভালোলাগা নয়, অনেকে আবার সমালোচনাও করেছেন। তবে সমস্ত বিচার-বিবেচনার পরিপ্রেক্ষিতে জানা গেছে যে শুভশ্রী গাঙ্গুলীর মহালয়া ‘নানারূপে মহামায়া’ই কিন্তু জনপ্রিয়তার বিচারে এগিয়ে রয়েছে। ৭৪ শতাংশ দর্শক দাবি করেছেন জি বাংলার মহালয়াই ছিল এবছর সেরার সেরা। অন্যদিকে স্টার জলসা এবং কালার্স বাংলাকে সমর্থন করেছে যথাক্রমে ১৩ এবং ৭ শতাংশ মানুষ। তবে ৬ শতাংশ ভোট নিরপেক্ষ ছিল। তারা মনে করেছেন তিনটি চ্যানেলের মহালয়াই এবার ভালো ছিল।