সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জা’তী’য় প’তা’কা কেনা’র হি’রী’ক, চা’হি’দা মে’টা’তে হিম’সিম খা’চ্ছে বিক্রেতা’রা

জাতীয় পতাকা কেনার হিরীক, চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে বিক্রেতারা

মালদা, ১৩ অগাস্ট : দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের আবেদনের সাড়া দিয়ে মালদা শহরের মানুষও।

শহরের বাজারে ব্যাপক হারে বিকোছে তেরঙ্গা ঝান্ডা। জাতীয় পতাকার চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে বিক্রেতারা।
মালদা শহরের এক বিক্রেতা জানান, ২০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত দরে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে ব্যাচ, রিস্ট ব্যান্ড, টুপি,উত্তরীয় সহ বিভিন্ন ধরনের জিনিস।
এবছর জাতীয় পতাকা কেনার অনেক বেশি হিরীক দেখা যাচ্ছে।

আরেক বিক্রেতা জানিয়েছেন ক্রেতাদের মধ্যে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় জাতীয় পতাকার সাপ্লাই নেই।
এক ক্রেতা জানান, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলার আবেদন জানিয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে আমরা জাতীয় পতাকা কিনছি। গত দু’বছর করোনা আবহে সেভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হয়নি। তবে এবছর সকলে একত্রিত হয়ে এই দিনটিকে উদযাপন করতে চাই।