সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSKM-এ অনুব্রতর ভ’র্তি নিয়ে বি’স্ফো’র’ক দা’বি করলেন মদন মিত্র, রা’জ্য রাজনীতি সরগরম

তৃণমূলের সবথেকে জনপ্রিয় দুই নেতা, যারা কিনা চর্চায় থাকতে ভালোবাসে। তারা এমন সব কাজ করে তারা এমনিতেই চর্চায় আসতে বাধ্য। এই দুইজন হল অনুব্রত মণ্ডল ও মদন মিত্র। তারা এক কথায় স্টার রাজনৈতিক নেতা। এবার এই নেতা এক জনের পাশে আরেকজন দাঁড়ালেন।

মদন মিত্র অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে এক হাত নিলেন। সম্প্রতি সিবিআই দপ্তর ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডল কে। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছিল সিবিআই দপ্তরে।

স্বাভাবিকভাবেই শাসক দল মনে করছে বিজেপি রাজনৈতিক স্বার্থেই এই ধরনের কাজ করে চলেছে বাংলায়। তবে গতকাল বুধবার সিবিআই দপ্তর এর উদ্দেশ্যে বেরিয়েছিলেন অনুব্রত মণ্ডল।কিন্তু হঠাৎ করে কি এমন হলো সবাইকে অবাক করে অনুব্রত মণ্ডলের গাড়ি পৌঁছে গেল এসএসকেএম হাসপাতালে।

আরো পড়ুন: কংগ্রেসকে পাশ কাটিয়েই কি বি’রো’ধী ফ্রন্ট গঠন? মমতার চিঠি পে’য়ে আ’স’রে শরদ পাওয়ার

পরে জানা যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। এই ধরনের অবস্থার ওপর বিরোধীরা কটাক্ষ করে বলেছেন , জিজ্ঞাসাবাদ এড়াতেই ইচ্ছে করে এই কাণ্ড করেছেন অনুব্রত মণ্ডল।

তবে এবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছে মদন মিত্র। মদন মিত্র বলেন, আমার যা হয়েছিল যদি আপনাদের কারো হত, তাহলে নন্দলাল হয়ে বাড়িতে বসে থাকতে হত। মদন মিত্র বলেই বাজারে এখনও টিকে আছে।

এইসব কথার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে তিনি বুঝিয়ে দিতে চাইছেন, অসুস্থতা কারো হাতে থাকে না। যখন তখন মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। তবে এটা মনে রাখতে হবে জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য অসুস্থ হয়েছি, এতটা কাপুরুষ আমরা নই।