সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্যানিংয়ে তৃণমূল নেতা-ক’র্মী খু’নে গ্রে’ফ’তা’র এক, জানুন নাম

বৃহস্পতিবার সকাল। হ্যাঁ, এই দিনেই স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু হালদার নামে দুই তৃণমূল সদস্য বাড়ি থেকে বেরন। তিনজনই ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা এলাকার বাসিন্দা।

অভিযোগ, পিয়ার পার্কের কাছে দুষ্কৃতীরা তাঁদের পথ আটকায়। প্রথমে গুলি চালানো হয়। এরপর গলার নলি কাটা হয়। পঞ্চায়েত সদস্য এবং ২ তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়।

এবার সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার। শুক্রবার রাতে কুলতলি থেকে অভিযুক্ত আফতাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে হত্যার তদন্তে গঠিত পুলিশের বিশেষ তদন্তকারী দল। তবে এখনও অধরা রফিকুল–সহ এফআইআরে নাম থাকা ছ’জন।

আরো পড়ুন: প্র’য়া’ত শিনজো আবের পরিবারে কে কে আছেন? কত সম্পত্তির মালিক ছিলেন তিনি?

পুলিশ সূত্রে খবর, ধৃত আফতাবউদ্দিন সম্পর্কে এফআইআরে নাম থাকা রশিদউদ্দিনের দাদা। তিনি আততায়ীদের স্বপন মাঝিদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর দিয়েছিলেন।

জেরায় খুনে জড়িত থাকার কথা নাকি স্বীকারও করেছে আফতাব। এমনটাই দাবি পুলিশ সূত্রে।  মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে তোলা হবে আফতাবউদ্দিনকে।

তদন্তকারীদের ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে । আফতাবউদ্দিনকে জেরা করে অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে অনুমান পুলিশের।