সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিওয়ালির আগেই ঘ’র থেকে নেতিবাচক এ’না’র্জি দূ’র করুন, রইলো টো’ট’কা

ধনতেরাস কালীপুজো শুরু হওয়ার আগে থেকেই ঘরবাড়ি পরিষ্কার করার রং করা শুরু হয়ে যায়। পরিষ্কার করা হয়ে গেলে প্রত্যেকটা বাড়ির সেজে ওঠে আলোয়। সাধারণত ওই ধনতেরাসের আগে বাড়ি ঘর পরিষ্কার করার অর্থই হচ্ছে নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূরে সরানো। নেগেটিভ এনার্জি যদি বাড়িতে থাকে তাহলে বিভিন্ন কাজে বাধা আসে। আর্থিক ক্ষতি হয়, পারিবারিক অশান্তি হয় এবং অন্যদিকে নানান জটিলতা আসে।

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যাতে মা কালীর পুজো করা হয় দুর্গা উৎসবের পরে আরও একটা বড় উৎসব আসে বাঙ্গালীদের জীবনে। উত্তর ভারতে এই দিনে করা হয় লক্ষ্মী গণেশ পুজো, আবার বহু ঘরে ঘরে ঐদিন মা লক্ষ্মী পুজো করা হয়। এবার তিথি অনুসারে অমাবস্যা কালীপুজো অনুষ্ঠিত হবে ২৪শে অক্টোবর অন্যদিকে অমাবস্যা ছাড়বে ২৫ শে অক্টোবর দুপুর ৪:২৬ মিনিটে।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী হয় ধনতেরাস। এইদিন ভগবান ধন্বন্তরি পুজো করা হয়। এই দিন যদি যমরাজের পুজো করা হয় তবে অকাল মৃত্যু রোধ করা সম্ভব। দীপাবলিতে সমস্ত জায়গাতেই আলোর ঝলকানি দেখা যায়। পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় নানান প্রস্তুতি ঘরবাড়ি পরিষ্কার করা হয় রং করা হয়।

তবে এই প্রতিবেদনে আমরা দুটো টোটকা আপনাদের বলতে চলেছি যার ফলে আপনাদের বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি। বাড়ি থেকে যদি দীপাবলীর আগে নেগেটিভ এনার্জি দূরে রাখতে হয় তাহলে সবার আগে ঠাকুরের ভাঙ্গা মূর্তি, ছেঁড়া কাপড়, ভাঙ্গা পাত্র, ছেঁড়া জুতো, পুরনো কাগজ এই সমস্ত বাড়ি থেকে দূর করুন।

অন্যদিকে বাড়ির ব্রহ্মস্থান রাখুন খোলামেলা এবং এই স্থানে ভুলেও ভারী আসবারপত্র কখনো রাখবেননা। দীপাবলি এবং ত্রয়োদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিন সেই স্থানের পড়ে সেখানে দেবীর মূর্তি স্থাপন করুন। এতে আপনার অনেক উপকার হবে । কালীপুজোর আগে বাড়িতে এই ধরনের পরিবর্তন আনতে পারলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি অনেক বেশি দূরে চলে যাবে এবং সংসারের সকল জটিলতা কমবে।