সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা ছবির নেই কো’নো মাথামুন্ডু, রিয়্যালিটি শোগুলো চলছে টা’কা’র জো’রে, বি’স্ফো’র’ক কুমার সানু

টলিউড থেকে বলিউড কাঁপিয়েছেন অনেক তারকা, তার মধ্যে অন্যতম পপুলার গায়ক কুমার শানু। সেই নব্বই-এর দশক থেকে আজ অবধি পছন্দের রোম্যান্টিক গান বলতে মানুষের প্রথমেই মনে পড়ে কুমার শানুর গানগুলির কথা।

‘এক লাড়কি কো দেখা তো’ থেকে ‘সোচেঙে তুমহে প্যার করে কি নেহি’ প্রেমে পড়া থেকে প্রেমে মন ভাঙা সবেতেই কুমার শানুর গান আজও প্রাসঙ্গিক। তবে আরও একটা কারণে তাকে নিয়ে সবসময় চর্চা তুঙ্গে থাকে। দুই ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি খ্যাতি যেমন পেয়েছেন তেমনি তাকে কেন্দ্র করে বিতর্কও মাথাচাড়া দিয়েছে বারংবার।

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের গায়ক কুমার শানু। আর সেকারণেই বহুবার তাঁর নাম বিতর্কে জড়িয়েছে। বর্তমানে আবারও সেই ঘুরেফিরে বিতর্ক। বিতর্ক যেন তাঁর পিছন ছাড়ে না। সম্প্রতি কলকাতায় এক বাংলা ছবি ‘টাকার রং কালো’র গান ও ট্রেলার রিলিজের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন গায়ক।

আরো পড়ুন: কোন পুরুষের কা’ছে অনেক টাকা-পয়সা থা’কে? ধনী লোকেদের এই লক্ষণগুলোকে লক্ষ্য করুন

স্বাভাবিকভাবেই এদিন একঝাঁক সাংবাদিক তাঁকে ঘিরে ধরে। আর তাদের সামনেই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে একেরপর এক বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, একসময় অসংখ্য বাংলা ছবির জন্য গান গেয়েছেন তিনি। সেই সমস্ত গান সুপারহিট হয়েছে, কিন্তু বর্তমানে তিনি আর বাংলা ছবি দেখেন না।

এর কারণ জিজ্ঞাসা করা হলে কুমার শানু জানান, এখনকার বাংলা ছবির কোনো মাথামুণ্ডুই নেই। কিছু ছবি এমন সিরিয়াস করে দেয় যে রাতের ঘুম উড়িয়ে দেয়। আর কিছু রোম্যান্টিক ছবির কোনো মানেই থাকে না। এই সমস্ত কারণেই বাংলা ছবি দেখা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি।

তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, গানের রিয়্যালিটি শো থেকে রিমিক্স গণকে কটাক্ষ করে তিনি বলেন, “কেন পুরোনো গান রিমেক করা হচ্ছে? যারা সংগীত পরিচালনা করছেন তারা কি কনটেম্পোরারি কিছুই পাচ্ছেন না? শুধু নাচানাচি করলেই তো গান হয়ে যায় না! গান বা মিউজিক একটা থেরাপির মত।”

বর্তমান রিয়্যালিটি শোয়ের প্রসঙ্গে কুমার শানু বলেন, “আগেও প্রতিযোগিতা হত, তবে সেটা সুস্থ প্রতিযোগিতা ছিল। এখন রিয়্যালিটি শো টাকার জোরে চলছে। কেউ বাজার করে দিচ্ছে, কেউ রেশন এনে দিচ্ছে তো কেউ আবার বড়সড় উপহার দিচ্ছে। এইসবের ওপর নির্ভর করছে এই শো-গুলি।

টলিউডের পাশাপাশি বলিউডের লবিবাজি প্রসঙ্গেও তিনি নানা মন্তব্য করেন। তবে তিনি একথাও বলেন যে যদি প্রতিভা থাকে তাহলে সেটাকে হাজার চেষ্টা করলেও দমিয়ে রাখা যায় না। যেমন এখনও গান গেয়ে চলেছেন কুমার শানু নিজে। আর কিছু গান এমন রয়েছে যেটা তাকে দিয়েও গাওয়াতে হবে।