সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঁকুড়া নিয়ে অভিমানের সু’র অভিষেকের গ’লা’য়, এবার মুখ ফেরালেই….

তৃণমূলের থেকে বাঁকুড়া মুখ ফিরিয়ে নিয়েছে উনিশেই, অন্যদিকে একুশেও সেরকম ফল পাইনি তৃণমূল। তবে আগামী লোকসভা এবং পঞ্চায়েত ভোটে যদি এইরকমই ফলাফল হয় তবে আর তৃণমূলের কাছে মানুষের জন্য লড়াই করার সুযোগ থাকবে না। এরকমি কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন বাঁকুড়ার ওন্দায়, এই সভাতে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপিকে ভোট দেওয়া ভুল ছিল।

এই সভাতে দাঁড়িয়েই তিনি তুলে ধরেছেন গত লোকসভা বিধানসভা ভোটের ফলাফল। এরপরে তিনি বলেন, রাজ্য সরকার সকলের জন্য একটার পর একটা জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে এবং দল নির্বিশেষে সকলকে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছে।

তবে এবার যদি ভোটের ফল আগের মতই হয় তবে তৃণমূল আর সাধারণ মানুষের জন্য লড়াই করবে না বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় দাঁড়িয়ে অভিযোগ বন্দ্যোপাধ্যায় জানান,” ২০১৯ এ আপনারা তৃণমূলকে ভোট দেননি।

আরো খবর: এখন কলকাতা থেকে বারাণসী পৌঁছানো যা’বে মাত্র ৭ ঘন্টাতেই! নতুন এক্সপ্রেসওয়ের রুট জানুন

আমরা সাধারণ মানুষকে ফিরিয়ে দিইনি, আমাদের সেভাবে ভোট দেননি, লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব পাচ্ছেন আপনারা। ভুল পথে পরিচালিত হয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন, কিন্তু তা সত্বেও আমরা অভিমান করিনি।

এরপরে যদি এরকম পুনরাবৃত্তি হয় তবে আমরা আপনাদের জন্য আর কাজ করার সুযোগ পাবো না। কারন আমরাও মানুষ, আপনারাও মানুষ আপনারা যদি নিজেদের পরিবারের অধিকারের জন্য না লড়েন তবে তৃণমূল কংগ্রেস আর এরপর থেকে লড়বে না ।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য ঘিরে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। অভিষেক আরো বলেন যে,” বিজেপিকে ভোট দিয়ে বাঁকুড়ার মানুষজন পাপ করেছে তবে, এর পরবর্তী ভোটে তাদের নিশ্চয়ই প্রায়শ্চিত্ত করতে হবে।”