সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল থেকে আপনার জী’ব’নে কি কি ব’দ’ল ঘ’ট’ছে জেনে নিন

আগামীকাল ১ লা নভেম্বর, আর সেই কারণেই লক্ষ্য করলে দেখা যাবে নিয়মের অনেক পরিবর্তন ঘটে যাচ্ছে। রান্নার গ্যাস থেকে বিদ্যুতের বিল সমস্ত কিছুতেই নিয়মের পরিবর্তন। জীবন বীমা, কিংবা চিকিতসা ক্ষেত্রেও অনেক নিয়মের বদল ঘটতে চলেছে। যার প্রভাব পরবে মানুষের ওপরে। কেন্দ্রীয় সরকারের মতে এই নিয়ম বদলের কারণে মানুষের অনেকটাই সুবিধা হবে। আবার এমন কিছু বদল রয়েছে সেটা হয়ত আপনার পকেটে টানও দিতে পারে।

এবার বিস্তারিত জেনে নেওয়া যাক, কোন কোন নিয়মের বদল আসতে চলেছে। বিমা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে বিমা করাতে হলে কে ওয়াই সি বাধ্যতামূলক। এখনও পর্যন্ত জীবন বীমার ক্ষেত্রেই কে ওয়াই সি বাধ্যতামূলক ছিল কিন্তু, কিন্তু এখন থেকে সব বিমার ক্ষেতেই লাগবে কে ওয়াই সি।

এখন থেকে সিলিন্ডার নেওয়ার জন্য লাগবে ওটিপি। ডেলিভারি বয়কে সেই ওটিপি যেটা কিনা আপনার রেজিস্টার নম্বরে গ্যাস বুক করার পর আসবে। সেই ওটিপি দেওয়ার পরেই ডেলিভারি বয় আপনাকে গ্যাস সিলিন্ডার বাড়িতে দিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রী কৃষক যোজনায় এক বড়সড় বদল আনা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থা’ক’বে? কি বলছে হাওয়া অফিস?

কৃষ্কদের হাতে ১২ তম কিস্তি তুলে দেওয়ার জন্য পোর্টালে আধার নম্বর দিয়ে আর নিজের একাউন্টের অবস্থা জানতে পারবে না উপভোক্তারা। এবার থেকে রেজিস্টার মোবাইল নম্বর দিয়েই সেটা জানা সম্ভব হবে। দিল্লির এইমসে এবার ১ লা নভেম্বর থেকে বিনামূল্যে অপিডি কার্ড করানো যাবে।

রোগীদের থেকে আর ৩০০ টাকা নেওয়া হবে না। সাথে এই কার্ড করার জন্য যে ১০ টাকা নেওয়া হত সেটাও এখন আর নেওয়া হবে না। আকাশ এয়ারের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীরা নিজেদের পোষ্য এবার তাদের সাথে নিয়ে যেতে পারবেন।