সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধুর থেকে তিরস্কার পে’য়ে বিশ্বের সবচেয়ে ব’ড় Power Bank বা’নি’য়ে বানালেন এই যুবক

বর্তমান সময়ে মোবাইল ল্যাপটপের ব্যাটারি সরিয়ে দেওয়ার পর থেকেই, বাজারে চাহিদা বেড়েছে পাওয়ার ব্যাংকের। পোর্টেবল পাওয়ার ব্যাংক এখন সবার হাতে হাতে ঘুরছে। ৫ হাজার এম এইচের পাওয়ার ব্যাঙ্ক এখন সহজেই ব্যাবহার করতে পারে মানুষ, যার দ্বারা মোবাইল দিনে এক থেকে দুইবার চার্জ করে নেওয়া সহজেই সম্ভব। কিন্তু এখন বাজারে ১০ হাজার ২০ হাজার এম এইচ এর পাওয়ার ব্যাঙ্কও বাজারে ঘুরে বেড়াচ্ছে।

পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ব্যাঙ্ক

 

তবে এক যুবক এই পাওয়ার ব্যাঙ্কের ধারণাকে অনেকটাই উপরে নিয়ে গেছে।চিনা ইনফ্লুয়েন্সার হ্যান্ডি গেং নামে এই যুবক ইউটিউবে ও সোশ্যাল মিডিয়ায় তার এই পাওয়ার ব্যাংক সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন। তার এই পাওয়ার ব্যাংক বিশ্বের সবথেকে বেশি শক্তিশালী পোর্টেবল পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকের ক্ষমতা ২৭০ লাখ এম এইচ।

পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ব্যাঙ্ক

আসলে বন্ধুদের বড় বড় সব পাওয়ার ব্যাংক দেখে সে হতাশ হয়েছেন, আর তার পরেই তিনি প্রতিজ্ঞা নিয়েছেন এই পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি করার। এই পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য তিনি প্লেট ব্যাটারি ব্যবহার করেছেন। দূর থেকে দেখলে একেবারে পাওয়ার ব্যাংক এর মতই লাগবে দেখতে, এই প্লেট ব্যাটারি আসলে গাড়ির ক্ষেত্রে ব্যবহার হয়।

পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ব্যাঙ্ক

এই প্লেট ব্যাটারি গুলোকে সিলভার মেডেল দিয়ে প্রটেক্ট করে সে ও ঠিক পাওয়ার ব্যাংক এর মত রুপ দান করেন। এর মধ্যেই আছে ইনপুট-আউটপুট চার্জিং সেটআপ। এর মধ্যে রাখা হয়েছে ইনপুট চার্জিং পোর্ট, যার মধ্যে ৬০ টি আউটপুট চার্জিং পোস্ট পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই পাওয়ার ব্যাংক এর মাধ্যমে ল্যাপটপ মোবাইল থেকে শুরু ট্যাবলেট, এলইডি টিভি সহ বিভিন্ন ডিভাইস চালানো যাবে ও চার্জ করাও যাবে ।