সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিস্ময়কর অফার, 249-299-349 টা’কা’র প্ল্যান রিচার্জ করলেই মি’ল’বে Jiofi ডিভাইস বিনামূল্যে

Reliance Jio তার JioFi ব্যবহার কারীদের জন্য নিয়ে এল মোট তিনটি পোস্টপেড ট্যারিফ প্ল্যান, যার জন্য ইউজার দের যথাক্রমে ২৪৯ টাকা, ২৯৯ টাকা এবং ৩৪৯ টাকা খরচ করতে হবে।

সাধারণ মানুষদের জন্য এই প্ল্যানগুলি যেমন উপকারী, তেমনই এন্টারপ্রাইজগুলির জন্য এই তিনটি প্ল্যান খুবই লাভজনক। অফিসের কর্মচারীরা যে কোনো জায়গায় এই Wi-Fi hotspot device ব্যবহার করতে পারবেন। প্ল্যান তিনটির বৈধতা এক মাস, তবে এক্ষেত্রে কোনো SMS বা ভয়েস বেনেফিট অফার করা যাবে না।

১) ২৪৯ টাকার JioFi প্ল্যানে মোট 30gb ডেটা থাকবে। এই প্ল্যানে অবশ্য কোনো SMS বা ভয়েস বেনেফিট অফার করা যাবে না। আর এই প্ল্যানে একটি লক-ইন পিরিয়ড রয়েছে যা 18 মাসের জন্য। এটি হল বেস্ট এন্টারপ্রাইজ পোস্টপেড প্ল্যান।

আরো পড়ুন: পাঞ্জাবে ভর সন্ধ্যায় জনপ্রিয় গায়ককে গু’লি করে খু’ন

২) ২৯৯ টাকার JioFi প্ল্যানে মোট 40gb ডেটা ব্যবহার করতে পারবেন ইউজাররা। এই প্ল্যানটিরও লক-ইন পিরিয়ড 18 মাস। তবে এক্ষেত্রে ফেয়ার ইউসেজ পলিসির ডেটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64kbps হয়ে যাবে।

৩) ৩৪৯ টাকার JioFi প্ল্যানে মোট 40gb ডেটা ব্যবহার করা যাবে। অন্যান্য প্ল্যানগুলির মতো এই প্ল্যানটিরও লক-ইন পিরিয়ড 18 মাস।

আর যেসব কাস্টমার রা এই প্ল্যানগুলি রিচার্জ করবেন তাদের একটি JioFi 4G wireless portable hotspot device দেওয়া হবে এবং ব্যবহারের পর তা কোম্পানির কাছে ফেরত দিতে বলা হয়েছে।

আর যেসব কোম্পানি এই ডিভাইস অর্ডার দিতে চান তাদের অন্ততপক্ষে 200টি ডিভাইসের দাম দিতে হবে। JioFi 4G wireless portable hotspot device আকারে খুবই ছোট।

এটি যথাক্রমে 150 Mbps download speed এবং 50 Mbps upload speed অফার করে। খুব সহজেই একটা JioFi পাঁচ থেকে ছয় ঘন্টার ব্রাউজিং টাইম দিতে পারে। এতে রয়েছে একটি দীর্ঘমেয়াদী 2300mAh battery। মোট 10টি ডিভাইস এবং একটি USB কানেকশনের সঙ্গে এটিকে পেয়ার করা যেতে পারে।