সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ক্ষ্যে ডিরেক্ট হিট, স’ফ’ল পরীক্ষণ হলো সারফেস টু এয়ার মিসাইলের

ভারতীয় সেনার অস্ত্রাগারে এক নতুন সংযোজন, গতকাল রবিবার ওড়িশার বালাসোরের উপকূলে এক সফল উৎক্ষেপণ করে সারফেস টু এয়ার মিসাইল। এই পরীক্ষা চালানো হয়েছে ডি আর ডি ওর তরফ থেকে।

পরীক্ষা সফল হওহার পরে ডি আর ডি ওর তরফ থকে জানানো হয়েছে, সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মিসাইলটি, যার ফলেই এটি একটি সফল উৎক্ষেপণ ও নতুন সংযোজন।

এদিকে আবার জি সতীশ রেড্ডি ডি আর ডিও প্রধান জানায়, মাঝারী রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল। গতকাল রবিবার সকাল ১০ টা নাগাদ ওড়িশার বালাসোর থেকে উৎক্ষেপণ করা হয়।

আরো পড়ুন: সব সময় কি বাইকে ১০০-২০০ টা’কা’র পেট্রোল ভ’রা’ন? কি ভু’ল করছেন জেনে নিন

দীর্ঘ পরিসরে একটি সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি, আর তাঁর আঘাতে সেটি নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যায়। এর আগের বুধবার ব্রক্ষ্মস সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত।

যার কারণেই একের পর এক নতুন সংস্করণ হয়েই চলেছে ভারতের সামরিক ক্ষেত্রে। নৌবাহিনী ব্রহ্মোসের একটি দূরপাল্লার সংস্করণ পরীক্ষা করেছিল, যেখানেও সফলতা মিলেছে ভারতের। ব্রক্ষমসের জনপ্রিয়তা এখন অনেকটাই বেড়েছে যার ফলে বিদেশেও রপ্তানি করছে ভারত।