সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাঞ্জাবে ভর সন্ধ্যায় জনপ্রিয় গায়ককে গু’লি করে খু’ন

পঞ্জাবের মনসা জেলাতে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবী গায়ক সিদ্ধু মুসে ওয়ালাকে গুলে করে হত্যা। মনসা জেলাতে গুলি চালানোর ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন।

তাঁরা সিধুর বন্ধু বলেই জানা গিয়েছে। মানসা হাসপাতালের সিভিল সার্জন রঞ্জিত রাই বলেছেন, সিধু মুসে ওয়ালাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে সিধু মুসে ওয়ালা মারা গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পরে আহত দু’জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।গতকালই পঞ্জাব সরকার মুসে ওয়ালা সহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে। তার ঠিক একদিন পরেই এই ঘটনাটি ঘটল।

আরো পড়ুন: ভারতের এই স্থানেই আছে দেশের সবচেয়ে বে’শি সোনা! জা’না’লো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

গ্রামের মধ্যে গাড়ি নিয়ে ঘোরার সময় কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালিয়ে চলে যায়। তাঁর এসইউভি লক্ষ্য করে গুলির বৃষ্টি বয়ে গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে, গাড়ির সিটে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন তিনি।

তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে দ্রুত মানসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিধু মুসে ওয়ালার ভাল নাম শুভদীপ সিং সিধু।

২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধু কংগ্রেসের টিকিটে মানসা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি আম আদমি পার্টির বিজয় সিঙ্গলার কাছে হেরে যান।