সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেটিজেনরা মু’খে মু’খে “বলিউড বয়কট” বললেও বাড়ি গিয়ে হিন্দি ফিল্ম দে’খে: কুমার সানু

গতবছর বলিউডের ক্ষেত্রে বেশ খারাপ সময়েই গেছে, দক্ষিণী ছবিগুলির রমরমার জন্য বলিউডের ছবিগুলি এক এক করে যেন বাজারে খারাপ ফল করছিল। অন্যদিকে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল বলিউডকে বয়কট করার সুতরাং সব মিলিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা একেবারে নাজেহাল।

তবে, পুরনো বছরে যা হয়েছে হয়েছে নতুন বছরেও সেই বয়কটের ট্রেন্ড ধরেই রেখেছেন নেটিজেনরা। তারা নতুন বছর পড়তে না পড়তেই পাঠান ছবিকে ঘিরে বয়কট করার ডাক দিয়েছে। এইরকম অবস্থায় মুখ খুলেছেন বিখ্যাত গায়ক কুমার শানু।

পাঠান ছবিটি আর কিছুদিন পরেই রিলিজ হতে চলেছে। সিনেমাটি রিলিজ হতে চলেছে ২৫ শে জানুয়ারি। রিলিজের দিন যতই এগোচ্ছে তত যেন বয়কটের ডাক আরও বেশি করে জোরালো হচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে পরেই দেখা যাচ্ছে বয়কট পাঠান ট্রেন্ড।

আরো খবর: বাজেটে ক’র ব্যবস্থায় পরিবর্তন আনতে পা’রে সরকার, দা’বি রি’পো’র্টে

সম্প্রতি বিখ্যাত গায়ো কুমার কুমার শানুকে এই বয়কট বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যথাযথ উত্তর দেন। তিনি বলেন,” বয়কট বলিউড বলে কোন কথা হতে পারে না। যারা বয়কট বলেন তারা ঘরে গিয়ে হিন্দি গান শোনেন, হিন্দি ছবি দেখেন এইসব কথা বলে কোন লাভ নেই। যারা করছেন তারা করে যাক নিজেদের মতো করেই।”