সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোটে কে’ন হা’র হলো? পর্যালোচনা করতে গোয়াতে নতুন ক’মি’টি গ’ঠ’ন তৃণমূলের

গোয়ার ফল প্রকাশ হয়েছে, যেখানে প্রথমবার লড়াই করেই ৬% ভোট পেয়েছে তৃণমূল, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই বাংলা ত্রিপুরাসহ তৃণমূলের নজর ছিল গোয়ার দিকে। কিন্তু তেমন ভাবে ফল না পেলেও, এবার তারা সংগঠন আরও বেশি শক্ত পোক্ত করতে চায়।

তাই ইতিমধ্যেই আবার ভোটের পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করল তৃণমূল।মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল তৃণমূল (TMC)। ভোটের কোথায় কি ভুল ভ্রান্তি হয়েছে তা খতিয়ে দেখার জন্যই এই কমিটি গঠন। আগামী ২৬ মার্চ তৃণমূলের এই সম্মেলনের কথাও জানিয়েছেন তৃণমূল সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা এই কমিটিতে রয়েছেন, হরিয়ানার তৃণমূল নেতা অশোক তানওয়ার, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং গোয়ার-সহ পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী। গতকাল রবিবার একটি চিঠির মাধ্যমে এই সম্মেলনের কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন: যেন সিনেমার দৃ’শ্য! কাউন্সিলর খু’নে’র ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আগামী ২৬ মার্চ এই সম্মেলন হবে বলে জানা গেছে। জানা যাচ্ছে এই সম্মেলনে উপস্থিত থাকবেন, কমিটির সদস্য সহ আরও বিধানসভা নির্বাচনের প্রার্থীরা। এই ধরনের পরিকল্পনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে গোয়ায় ঘাসফুল ফোটাবে।

তার জন্য যা যা স্ট্র্যাটেজি নেওয়ার তা নেওয়া হবে।সময়মতো জানিয়ে দেওয়া হবে। মানুষের জন্য সমস্ত রকম কাজই করা হবে। এমন মনে করবেন না যে তিনমাসের মধ্যেই গোয়া ছেড়ে পালিয়ে যাবে। মানুষের কাছে পৌঁছে যাবো আমরা, কাজ করব সবার জন্যই। কিন্তু এখনি মনোবল হারাতে না বলা হয়েছে।