সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজেটে ক’র ব্যবস্থায় পরিবর্তন আনতে পা’রে সরকার, দা’বি রি’পো’র্টে

আগামী ১ রা ফেব্রুয়ারি অপেক্ষা ।সেই দিনেই বাজেট পেশ করা হবে। বাজেটে কি আসতে চলেছে তা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। বাজেটে নতুন কর ব্যবস্থায় আয়করের হারে কিছুটা ছাড় দেওয়া হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। সরকারি সূত্রে খবর আয়করের হার কমানোর চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে।

লোকসভা ভোটের আগেই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র। এই বাজেট অনেক বেশি মধ্যবিত্তের জন্য সুযোগ আনতে পারে বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। তবে বাজেটে কি আসতে চলেছে সেটা নিয়ে কৌতুহল চলছে বিভিন্ন জায়গায়। অর্থ মন্ত্রক আয় করে ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছেন কিনা সেটা জানা যাবে ওই নির্দিষ্ট দিনেই।

২০২০ সালে পুরনো কর কাঠামো চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সঙ্গে একটি নতুন কর কাঠামা চালু করা হয়। ব্যক্তিগত আয়কর মুকুব করার সর্বোচ্চ সীমা শেষবার ২০১৪ সালের পরিবর্তন করা হয়েছিল। ২ লাখ টাকা থেকে আড়াই লাখ পর্যন্ত এই কর মুকুব করার কথা ঘোষণা করা হয়। প্রবীণ নাগরিকদের জন্য এই পরিমাণ ছিল তিন লাখ।

আরো খবর: অন্যের নিয়োগপত্র ন’ক’ল করে ৩ বছর নি’শ্চি’ন্তে চাকরি করলেন যুবক, হ’ত’বা’ক বিচারপতি

পুরনো কর কাঠামো লাগু করার সঙ্গে ২০২০ ২১ অর্থ বর্ষ থেকে নতুন কর কাঠামো শুরু করা হয়েছে। আড়াই লাখ টাকায় নিচে যদি কারোর বার্ষিক আয় হয় তবে তাকে কর দিতে হবে না। আড়াই থেকে পাঁচ লাখ টাকার পর্যন্ত কম করে দিতে হবে পাঁচ শতাংশ কর তবে আয়করের রিটার্ন ফাইল করলে সেই করের অর্থ পরবর্তীকালে ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া কোন প্রভিডেন্ট ফান্ড গৃহঋণ জীবন বীমা কিংবা স্বাস্থ্য বীমার ক্ষেত্রে করের ছাড় পাওয়া যাবে না। এমনকি হোম লোনের ক্ষেত্রেও পাওয়া যায় না। এবার হোম লোনের ক্ষেত্রে কিছুটা ছার হতে পারে বলেও মনে করা হচ্ছে। নতুন কর কাঠামোয় কি কি হেরফের হতে চলেছে সেটাও দেখা হচ্ছে।

৫ থেকে ৭.৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০% আয়কর জমা দিতে হয়। ৭.৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে হয় ১৫% এছাড়া ১২.৫ লাখ টাকা পর্যন্ত কুড়ি শতাংশ হারে কর জমা দিতে হয়। এবারে করের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া যায় সেটাই দেখার।