সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থা’ক’বে? কি বলছে হাওয়া অফিস?

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ? কি বলছে আবহাওয়া দপ্তর? জানা যাচ্ছে আপাতত উত্তরবঙ্গে কোনো ঝঞ্ঝাট নেই। এখনো শীত আসতে দেরি আছে। আবহাওয়া অলস ও শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে।

স্বাভাবিক ভাবেই রাতের দিকে আর ভোরের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আবার স্বাভাবিক হবে। আপাতত এমন আবহাওয়াই থাকবে আগামী কয়েকদিন। কিন্তু শীত খুব শীঘ্রই আসতে চলেছে বঙ্গে, যার জন্য অনেকেই মুখিয়ে রয়েছে।

পুজোর পরেই শীতের আবেশ রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে, কিন্তু পুরোদমে নয়। আগামী মাসের মাঝামাঝি থেকেই শীত অনুভূত হবে আরও বেশি। এখনই মোটা চাদর, সোয়েটার গায়ে দিতে হচ্ছে না, শুধু শার্ট পরলেই চলছে।

সব সময়ই কি ফ্লিপকার্টে Cash On Delivery অ’র্ডা’র করছেন? বাড়তি ক’ত টা’কা লা’গ’ছে জেনে নিন

হালকা ফ্যানও চলছে সবার বাড়িতে। আগামীকাল ১ লা নভেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ এখন থাকবে ঝা চকচকে। পাহাড়ে বেড়াতে যাওয়ার এটাই আদর্শ সময়, কারণ পাহাড়েও নেই কোনো সতর্কবার্তা।