সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব সময়ই কি ফ্লিপকার্টে Cash On Delivery অ’র্ডা’র করছেন? বাড়তি ক’ত টা’কা লা’গ’ছে জেনে নিন

অনলাইনে জিনিসপত্র কিনে থাকি আমরা অনেকেই। অনলাইনে মনের মত জিনিসপত্র দেখাশোনা করে তাতে কিনে দেখতে পাওয়া যায় টাকা মেটানোর নানান ধরনের অপশন থাকে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেটব্যাঙ্কিং পেমেন্ট ইউপিআই অথবা ক্যাশ অন ডেলিভারি তে ফ্লিপকার্ট ক্যাশ অন ডেলিভারির উপরে বাড়তি চার্জ করছে।

ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ গ্রাহকেরা যখন জিনিসটি হাতে পাবেন ঠিক তখনই টাকা দিতে হবে কন্তু এই ক্ষেত্রে একটু বেশি টাকাই খরচ করতে হবে গ্রাহকদের ৷ ফ্লিপকার্টের পক্ষ থেকে ওয়েবসাইটে জানানো হয়েছে, ক্যাশ অন ডেলভারিতে এক্সট্রা চার্জ কোনও লুকনো চার্জ নয় ডেলিভারির চরিত্রের উপরে নির্ভর করেই চার্জ করা হয়ে থাকে।

এর আগে ফ্লিপকার্ট ডেলিভারির জন্য কোনও বাড়তি শুল্ক নিতনা ৷ যদি কোনও ক্রেতার ক্রয়ের জনিসটির মূল্য ১৫০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত ৷ সেক্ষেত্রে ডেলিভারি চার্জের সঙ্গে আরও ৫ টাকা অর্ডার প্রতি দিতে হবে।

একলাফে অনেকটাই দা’ম বা’ড়’ছে পাউরুটির, আমজনতার জন্য ব’ড়ো ধা’ক্কা

ফ্লিপকার্টে ও কোনও গ্রাহক যদ ক্যাশ অন ডেলিভারির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে লেখা এই মেসেজটি আসছে, হ্যানন্ডলিং করার জন্য ডেলভারি চার্জ ৫ টাকা বেশি দিতে হচ্ছে ৷ অনলাইনে টাকা মিটিয়ে এই পুরো টাকাটাই বাঁচাতে পারেন৷