সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কব্জি ভে’ঙে গিয়েছে, তবুও মাঠ না ছে’ড়ে ব্যাটিং, রইলো হনুমা বিহারীর খেলা

নামের সঙ্গে যে তার কর্মের মিল রয়েছে সেটাই প্রমাণ করলেন হনুমা বিহারী। কবজি ভেঙ্গে দুই টুকরো অথচ সেই অবস্থায় তিনি অবলীলায় ব্যাট করলেন। শুধু ব্যাট করাই নয় রীতিমত ঝড়ো ইনিংস খেললেন। তাকে স্যালুট জানালো, গোটা ক্রিকেট দুনিয়া। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের খেলা চলছিল। আর সেখানেই ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা।

আবেশ খানের বাউন্সার টপকাতে না পেরে অন্ধপ্রদেশের ব্যাটসম্যান হনুমা বিহারীর কব্জিতে চোট লাগে। প্রবল অস্বস্তিতে পড়েছিলেন তিনি কিন্তু তাতে কি নিজের লক্ষ্য থেকে এতটুকু বিচলিত হননি। ১৬ রানে অব্যাহতি দিয়ে মাঠ ছাড়েন তিনি।

হাসপাতালে গিয়ে স্ক্যান করার পর দেখা যায় তার কবজিতে বড়সড় চির ধরেছে। কিন্তু সেই অবস্থায় নিজের সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজেকে আবারো প্রমাণ করলেন হনুমা বিহারী। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে পড়েন। ২৬ রানে তিনি অপরাজিত রয়েছেন এখনো পর্যন্ত।

আরো খবর: বাড়িতে এই জিনিস গুলো সবসময় রা’খু’ন, বাকিটা মা লক্ষ্মী দে’খে নেবেন

তবে ডান হাতে নয় বুধবার তিনি বাম হাতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের তারকা পেশারকে এক ওভারে দুটো বাউন্ডারিও দিয়েছেন তিনি। ২২ গজের এমন সাহসিকতার নজির দেখে অবাক হয়ে রইল ক্রিকেট দুনিয়া।

তবে তিনিই প্রথম নয় এর আগে ভারতের অনেক তারকা ক্রিকেটার এভাবেই অকুতোভয় হয়ে লড়ে গিয়েছেন। গাভাস্কার ট্রফিতে রবিচন্দন অশ্বিন অজিঙ্কা রাহানেকে দেখা গিয়েছিল একই রকম ভাবে। হনুমা প্রমাণ করলেন ইচ্ছে থাকলেই উপায় হয় শরীরের প্রতিবন্ধকতা কোনো কারণ নয়।