সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বধূবেশে চলন্ত গাড়ির উপর বসে আছেন নববধূ, রিল বানাতে গিয়ে বি’প’ত্তি, দেখুন ভিডিও

সমাজ মাধ্যমে শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য মানুষ কত কিনা করে থাকেন। কেউ গলায় সাপ জড়িয়ে ছবি তুলছেন কেউ আবার রেল লাইনের সামনে ভিডিও করছেন। সমাজ মাধ্যমে ভিডিও আপলোড করতে গিয়ে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছেন এমন কোথাও শুনেছি আমরা অনেকবার।

সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হলে যা দেখে হতবম্ব নেটদুনিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করার জন্য বধু বেশে একটি চলন্ত গাড়ির ওপর চড়ে বসলেন নববধূ। পরনে রয়েছে লেহেঙ্গা মাথায় ঘোমটা, মুখে নেই লাজ লজ্জার বিন্দুমাত্র লেশ মাত্র। ঘটনাটি ঘটেছে প্রয়াগ রাজের সিভিল লাইনস এলাকায়।

ভাইরাল হওয়া ভিডিওটি যখনই ট্রাফিক পুলিশ অমিত সিংহের নজরে আসে তখনই তিনি মহিলার খোঁজ করতে শুরু করেন এবং নিয়ম ভঙ্গের জন্য মহিলার কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা নেন।

পরে জানা যায়, আল্লাপুর এলাকার বর্ণিকা নামে পরিচিত ওই মহিলা কয়েকদিন আগে বিয়ের পোশাকে এটি এসইউভির বনেটে বসে ওই ভিডিওগুলি তৈরি করছিলেন। শুধু তাই নয় কয়েক মাস আগে হেলমেট না পড়ে স্কুটারে চড়েছিলেন তিনি।

চলন্ত গাড়ির বনেটে বসার জন্য ১৫০০০ টাকা এবং বিনা হেলমেটের স্কুটার চালানোর জন্য এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয় ওই মহিলার। আপাতত ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাই ভিডিও থেকে কতটা লক্ষী লাভ হয়েছে তা জানা যায়নি।