সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্স নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত পরিবহন দপ্তরের, কি করতে হ’বে?

এবার থেকে আবার পিভিসি লাইসেন্স দেওয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। আগামী মে মাস থেকে এই লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে , পুরনো পরিস্থিতির সময় থেকেই কাগজের লাইসেন্স দেওয়া হত। তবে এবার প্লাস্টিকের স্মার্ট কার্ড এর মত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে ও স্মার্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে রাজ্য সরকার।

রাজ্য পরিবহন দপ্তর এর আধিকারিক জানিয়েছেন, আগামী মাস থেকেই প্লাস্টিকের স্মার্ট কার্ড ইস্যু করা হবে সাথে আর বলেছে যে, এই কার্ডগুলিতে এমবেডেড চিপের পরিবর্তে একটি QR কোড থাকবে।

বর্তমানে মানুষ নথি কেউ আর রাখতে চায় না, সব ডিজিটাল মাধ্যমে মোবাইলের মধ্যে সেভ থাকে। তবে এই কার্ড নেওয়ার জন্য কিছুটা ফি বহন করতে হবে সাধারণ মানুষকে।

আরো খবর: এই ছোট্ট কারণে সত্যজিৎ রায়ের স’ঙ্গে কো’নো সিনেমায় কা’জ করেননি মহানায়িকা সুচিত্রা সেন!

এই যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় ডাটাবেস সারথি ও রেজিস্ট্রেশনের জন্য বাহন ডেটাবেসের সাথে যুক্ত থাকবে। যার কারণে সাধারণ মানুষের সমস্ত তথ্যই একই জায়গায় জমা থাকবে।

বিশেষ করে করোনার সময় থেকে কাগজি নথি দেওয়া হত যেটা হারিয়ে যাওয়া ও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশী ছিল। তবে এবার প্লাস্টিকের এই সমস্ত নথি খুবই গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।