সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মহীনের ঘোড়াগুলি”-র তাপস ক্যান্সারের থা’র্ড স্টে’জে, আ’র্থি’ক সাহায্যের আ’র্জি

শরীরে প্রচন্ড অস্বস্তি নিয়েও মানুষকে গান শোনাতে নজরুল মঞ্চে উঠে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি গায়ক কেকে। সংগীত শিল্পী অর্ক মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট যেন সেই কথাকেই আবার মনে করিয়ে দিল। এক্ষেত্রে স্থান এবং পাত্র দুজনেই আলাদা। বাংলা ব্যান্ডের অন্যতম দিশারী মহীনের ঘোড়াগুলি।

সেই ব্যান্ডের জনপ্রিয় শিল্পী এবং এক প্রতিষ্ঠাতা তাপস দাস লাংস ক্যান্সারে আক্রান্ত। তবে বাপি দা নামেই তাকে সকলে চেনেন। গলার ওই অবস্থা নিয়ে এখনো গান গেয়ে যাচ্ছেন তিনি কেবলমাত্র ভালোবাসা নয় অর্থের তাগিদে। তার চিকিৎসার অর্থ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। ক্যান্সারের একেবারে তৃতীয় ধাপে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবে খেতে পারছেন না তিনি।

এই অসুস্থ অবস্থায় তাই তার হয়ে শুভানুধ্যায়ী মানুষদের কাছে একটু অর্থ সাহায্যের আবেদন করেছেন সংগীত শিল্পী অর্ক মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন কেমো দেওয়া হয়েছে কিন্তু রেডিয়েশন নেওয়ার মতন পর্যায়ে তাপসদা নেই।

আরো খবর: ডলারের পরিবর্তে কি ইন্ডিয়ান রু’পি? ৩৫ টি দেশ টা’কা-কে বেছে নি’তে চাইছে শীঘ্রই!

সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার দুই নিরঞ্জন এবং কৌস্তবকে। তিনি দিন সাধারণ মানুষকে অনুরোধ করেন কোন রকম ভনিতা বা পলিটিক্যাল এজেন্ডা বার না করে সাধ্যমত সাহায্য করবার জন্য। ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসার খরচ অনেক।

এই কঠিন সময় যদি একটু মানুষের পাশে থাকা যায় তাই এদিন আবেদন জানিয়েছেন তিনি। যে গান গেয়ে এতদিন মানুষের মনোরঞ্জন করেছেন বাপি দা সেই গান যেন সবাইকে ভাবিয়ে তোলে সেই আশাই করেছেন অর্ক। তিনি এদিন বলেন একটু একটু করে যাতে বাপি দার কথা ভেবে যাতে আর্থিক সাহায্য করেন সকলে।

ওজন নেমে এসেছে ৩৫ কিলোয়। তার স্ত্রীর সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বলে ও জানান অর্ক। ইতিমধ্যে এই পোষ্টের পরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু নেটিজেন এবং অনুরাগীরা। গত সেপ্টেম্বর মাসেই ছিল তাপস দাসের জন্মদিন। সেদিন জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত হয়ে শিল্পী সকলকে ধন্যবাদ জানিয়ে ছিলেন।


সেই নেটিজেনরাই যাতে এগিয়ে আসেন তাপস বাবুর সাহায্যে সেই কামনা করেছেন অর্ক। প্রসঙ্গত জন্মদিনের শুভেচ্ছা পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাপস বাবু লিখেছিলেন রাইস টিউব লাগিয়ে গান গাইছি হুইলচেয়ারে বসে। এমন মর্মান্তিক খবরে বিষাদগ্রস্থ সংগীত অনুরাগীরা