সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডলারের পরিবর্তে কি ইন্ডিয়ান রু’পি? ৩৫ টি দেশ টা’কা-কে বেছে নি’তে চাইছে শীঘ্রই!

রাশিয়া ইউক্রেন যুদ্ধের এখনো সমাপ্তি ঘটেনি। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই দেশে আর্থসামাজিক উন্নতি আটকে রয়েছে। শক্তিশালী দেশ হলেও রাশিয়ার উপরে নেমে এসেছে অন্ধকার। এবার ভারতের সাহায্য নিতে চলেছে রাশিয়া। তাদের ডলার ছেড়ে ভারতীয় মুদ্রায় বৈদেশিক বাণিজ্য করতে চলেছে মস্কো। তারাই প্রথম বিদেশী রাষ্ট্র যারা এই পথে পা বাড়িয়েছে। বিশ্বের প্রায় ৩৫ টি দেশ এবার ভারতীয় টাকাকেই তাদের নিজেদের বাণিজ্য মাধ্যম করার দিকে এগোচ্ছে।

রাশিয়া শুধু নয় শ্রীলঙ্কা এমনকি মরিশাসও মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় টাকার দিকে নিজেদের বাণিজ্যের মোড় ঘোরাচ্ছে। ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশ নেপাল এবং মায়ানমারের মতো দেশগুলিও ডলারের সংকটে টাকার উপরেই ভরসা করছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহারের উপর জোর দিচ্ছেন তারা। ২০২২ সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় মুদ্রায় বাণিজ্যের নিষ্পত্তি শুরু করে তারপর থেকেই পার্শ্ববর্তী দেশ গুলিতে ভারতীয় মুদ্রা নিয়ে আগ্রহ জমে।

সম্প্রতি সংবাদ সংস্থা এন আই এর একটি প্রতিবেদনে জানা যাচ্ছে তাজাকিস্টান কিউবা লুক্সেমবার্গ সুদান তাদের দেশের বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করবার কথা ভাবছে। ভস্ট্রো একাউন্ট নামে একটি বিশেষ মুদ্রা তারা ব্যবহার করবেন। ভারত ইতিমধ্যেই মরিশাস এবং শ্রীলঙ্কাকে এই বিশেষ অ্যাকাউন্ট খুলবার অনুমতি প্রদান করেছে।

আরো খবর: বিপাশাকে বি’য়ে করে বড়ই ক’ষ্টে করণ! নি’জে মুখেই ন্যাশনাল টিভিতে কারণ জানালেন

কিন্তু এতে ভারতের কি লাভ হবে? খনিজ তেল সহ বেশিরভাগ আমদানির ক্ষেত্রে ভারতকে মার্কিন ডলারের উপরেই নির্ভর করতে হয়। ভারতীয় মুদ্রা সব জায়গায় রূপান্তরযোগ্য নয় বলে এর ক্রেতা পাওয়া যায় না। এবার বিদেশ গুলি ভারতের মুদ্রাকে ব্যবহার করলে ডলারের জন্য আর হাহাকার পড়বে না।

ভারতীয় মুদ্রাতে এই পণ্য ও পরিষেবার আমদানি রপ্তানি করতে পারবেন। ভারতের কোন ক্রেতা ইউরোপীয় দেশের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে আগে টাকাকে ডলারের রূপান্তরিত করতে হতো। কিন্তু সেই ডলারের চাহিদায় ঘাটতি দেখা যাচ্ছে।

সেই জায়গা নিচ্ছে ভারতীয় মুদ্রা। কোন মুদ্রাকে আন্তর্জাতিক স্তরে ব্যবহার করবার জন্য আগে সমস্ত দেশের কাছে তাকে গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। সেক্ষেত্রে ভারতীয় মুদ্রা ধীরে ধীরে ডলারের সমপরিমাণ হতে চলেছে।