সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিপাশাকে বি’য়ে করে বড়ই ক’ষ্টে করণ! নি’জে মুখেই ন্যাশনাল টিভিতে কারণ জানালেন

২০১৫ সালে আলাপ তারপরেই ২০১৬ সালের সাত পাকে বাঁধা পড়েন করন সিং গ্রোভার এবং বিপাশা বসু। বিয়ের ৭ বছর কেটে গেছে, চলতি বছরেই বিপাশা জন্ম দিয়েছেন একটি কন্যা সন্তানের। সব থেকে মজার বিষয় হলো বিপাশাকে বিয়ে করার জন্য বিপাশার মা-বাবার মন জয় করতে করণ বাংলা ভাষা পর্যন্ত শিখেছিলেন।

কিছু বছর আগে অভিষেকের একটি শোতে উপস্থিত হয়েছিলেন তারকা দম্পতি, যেখানেই জানা গিয়েছিল তাদের ভাষা মিলনের গল্প। শো-টিতে দেখা গিয়েছিল করন ভালো মতোই বাংলা ভাষাকে আয়ত্তে আনতে পেরেছে। “জিসম” ছবি থেকে বিপাশার একটি ডায়লগকে অনুবাদের কথা বলা হয় বাংলা এবং পাঞ্জাবিতে, বিপাশা এ ব্যাপারে ফেল করে গেলেও বাজিমাত করেন পাঞ্জাবি অভিনেতা করণ।

বাঙালিকে বিয়ে করে খাওয়া দাওয়া নিয়ে বেশ চোপ কপালে ওঠার মতই অবস্থা হয়েছিল করণের। করণ জানান, তিনি জানতেন যে পাঞ্জাবীরা প্রচুর পরিমাণে খায়, কিন্তু বাঙালিকে তিনি বিয়ে করার পর বুঝলেন যে পাঞ্জাবীরা আসলে কিছুই খায় না, বাঙালির খাওয়ার মেনু তে খাবার অনেক থাকে, ডাল খেতে হবে তারপর ভাজা খেতে হবে, তারপর চিংড়ির কিছু তরকারি, তারপর নানা রকম পদ, শেষে হতে হবে পাঁঠার মাংস।

আরো খবর: Action ফিল্ম নিয়ে হা’জি’র হচ্ছেন রণবীর, Animal-এ দানবীয় লু’কে ধ’রা দেবেন অভিনেতা, রইলো পো’স্টার

প্রথমে তিনবার তো তিনি পাঁঠার মাংস খায় নি, বলা যায় পাঁঠার মাংস পর্যন্ত যেতেই পারেননি। বিপাশা জানিয়েছেন, পাঁঠার মাংস খেতে করণ খুব ভালোবাসেন, কিন্তু খাবারের তালিকা শেষ করতে না পারার জন্য তিনি পাঁঠার মাংস পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনবার। অবশেষে পাঁঠার মাংস প্যাক করে নিয়ে যেতে হতো করণকে।

 

View this post on Instagram

 

A post shared by Uttam Kumar Ghosh (@uttamghosh002)