সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তেল শোধনাগারে ভ’য়া’ব’হ বিস্ফোরণ, মৃ’ত শতাধিক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোর এগবেমা এলাকায় অবৈধ তেল শোধনাগারে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়।

ইমোতে পেট্রলিয়াম রিসোর্সের কমিশনার গুডলাক ওপিয়াহ সিনহুয়াকে বলেছেন, “একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লেগে বিস্ফোরণ হয়। যার ফলে ১০০ জনেরও বেশি মানুষ পুড়ে মারা গিয়েছেন।”

ওপিয়াহ জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে। ওই অবৈধ তেল শোধনাগারের অপারেটর পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজ চালানো হচ্ছে।

আরো পড়ুন: UGC: উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গে’লে ভারতে কো’নো চাকরি পাওয়া যা’বে না

ইমোতে তেল ও গ্যাস উৎপাদনকারী এলাকার সুপ্রিম কাউন্সিলের কমিউনিটি নেতা এবং প্রেসিডেন্ট-জেনারেল কলিন্স আজি বলেন, বনাঞ্চলে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, পুরো এলাকা ঘন-কালো ধোঁয়াতে ভরে যায়। এটি দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত প্রায় ১০৮টি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।