সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তায় কোমর দু’লি’য়ে হাঁ’ট’ছে মস্ত ব’ড় কুমির! সামনে কুকুরকে দে’খে যা ক’র’লো, ভাইরাল ভিডিও

সাত সকালে গ্রামের কংক্রিটের রাস্তার ধারে হেঁটে চলে বেড়াতে দেখতে পাওয়া গেল একটি আস্ত কুমিরকে। সকালে এমন একটি দৃশ্য দেখে কেনা আতঙ্কিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে বন বিভাগের কর্মীদের। কর্নাটকের এই দৃশ্য সাত সকালে ঘুম উড়িয়ে দিয়েছে সমস্ত নেট দুনিয়ার বাসিন্দাদের। সর্বাধিক জনপ্রিয় সংবাদ সংস্থায় এন আই এ একটি ভিডিও টুইট করেছেন যেখানে দেখা গেছে, কর্নাটকের উত্তর কানাডা জেলায় কোকিলা বান্না গ্রামের রাস্তা দিয়ে হেটে বেড়াচ্ছে একটি আস্ত কুমির।

বিশাল একটি দেহ নিয়ে হেলেদুলে ঘুরে বেড়াচ্ছে সে। মাঝে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে আবার হাটতে শুরু করে দিয়েছে এই উভচর প্রাণী। আচমকাই রাস্তায় এই অতিথিকে দেখে আশেপাশে স্থানীয় বাসিন্দারা চিৎকার করতে শুরু করেন এবং আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দেন। বনবিভাগের কর্মীদের তরফ থেকে জানা যায় যে, গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই কমিটিকে তাদের গ্রামে ঢুকে পড়তে দেখে। কুমির কে দেখার জন্য সেখানে ভিড় জমাতে শুরু করে বহু মানুষ। তবে কুমিরটি নিতান্তই খুবই নিরীহ একটি প্রাণী। কাউকে সে ক্ষতি করেছে বলে জানতে পারা যায় নি।

বনদপ্তর আধিকারিকদের কথা অনুযায়ী, সম্ভবত গ্রামের কাছে অবস্থিত একটি কালি নামক নদী থেকে উঠে এসেছিল এই উভচর প্রাণী টি। বনবিভাগের ডেপুটি রেঞ্জ ফরেস্ট অফিসার রাম গৌর বলেন, এইরকম ঘটনা সত্যিই খুব বিরল। বিগত ছয় মাসে অবশ্য দুবার গ্রামে কুমির ঢুকে যাওয়ার ঘটনা আমাদের নজরে উঠে এলো। প্রথমে একটি ছাগলছানা কে নদীর তীরের কাছে আক্রমণ করেছিল একটি উভচর প্রাণী।

দ্বিতীয়বার বনবিভাগের চেকপোস্টের কাছে একটি কুমির এসে হাজির হয়েছিল তবে গ্রামের রাস্তায় যে কুমিরটিকে দেখা গেছে তাকে ধরা হয়নি বরং নদীতে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে তাকে। আমরা নিশ্চিত হতে চাইছিলাম যাতে কারো ক্ষতি না করে এই কুমিরটি। মানুষের ভিড় দেখে পাল্টা আক্রমণ করতে পারতো এই প্রাণীটি কিন্তু তেমন কিছু হয়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। গ্রামের মানুষের মতোই এই প্রাণীটিকে দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ভিড় জমিয়েছে বহু মানুষ।