Home অফবিট এই দেশে স্বে’চ্ছা’মৃ’ত্যু বৈধ, কেউ ম’র’তে চাইলেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশে স্বে’চ্ছা’মৃ’ত্যু বৈধ, কেউ ম’র’তে চাইলেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার

আমাদের দেশে কাউকে মৃত্যুর ক্ষেত্রে ইন্ধন যোগান হলে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করা হয়।তার জন্য মেলে শাস্তি। কিন্তু এই দেশে মৃত্যুর ক্ষেত্রে যে কেউ আপনাকে প্ররোচিত করতে পারবে। এই দেশ মৃত্যু পথযাত্রী তো বটেই যারা স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে চান তাদের সব রকম ভাবে সাহায্য করে।

ইউরোপীয় দেশ পর্তুগাল তাদের সংসদে ইচ্ছা মৃত্যুকে আইনের স্বীকৃতি দিয়েছে।। ১৮ বছরের বেশি বয়সীরা সহযোগিতা চাইতে পারেন।তবে তার জন্য রয়েছে কিছু শর্ত। দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার এই দেশ এমন আইনে ছাড়পত্র দেয়।

এতে জানানো হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিরা ইচ্ছামৃত্যুর জন্য আবেদন করতে পারবেন যারা যন্ত্রণায় ভুগছেন প্রচন্ড দৈহিক যন্ত্রণা কিংবা দুরারোগ্য রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা এই স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করতে পারেন। কি কি শর্ত রয়েছে জানেন?

১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিরা যখন গুরুতর অসুস্থ হন কিংবা জম যন্ত্রণা ভোগ করেন। তখনই মৃত্যুর সহায়তার জন্য তারা আবেদন জানাতে পারবেন সরকারের কাছে। যারা স্থায়ী এবং অসহনীয় ব্যথায় ভুগছেন এই আবেদন করতে পারবেন।

আরো খবর: ফিক্সড ডিপোজিটের নি’য়’মে বড়সড় পরিবর্তন করলো PNB, কতটা বে’শি লা’ভ হবে গ্রাহকদের?

তবে এই মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিদেশি কোন দেশ তাদের সাহায্য করতে পারবে না বলেও জানানো হয়েছে আইনে। এর আগে বেশ কয়েকবার ইচ্ছামৃত্যু নিয়ে বিলে সম্মতি দিয়েছিল সরকার কিন্তু সায় দেয়নি রাষ্ট্রপতি।

এই প্রসঙ্গে একজন আইনজীবী জানিয়েছেন ইসলাম মৃত্যুকে বৈধকরণের পক্ষে আমরা সমর্থন করছি। এই আইন আমরা অনুমোদন করেছি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।