সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লক্ষাধিক গাড়ি বা’তি’লে’র প’থে রাজ্য পরিবহণ দপ্তর, আপনার গাড়ি কি আ’ছে তালিকায়? জানুন এখনই

কলকাতার মত শহরে রাস্তা খুবই কম। তবে যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। পরিবহন দপ্তর ভবিষ্যতে শহরের পরিবহণকে মুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা করেছে।

রাজ্য পরিবহণ দফতর কলকাতা হাইকোর্টের রায় মেনে কলকাতা ও হাওড়ায় পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে চলেছে। তবে এই সংখ্যাটা এক লাখেরও বেশি।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, ‘বুড়ো’ বাণিজ্যিক গাড়ি মোট তিন দফায় বাতিল করা হবে। যে গাড়িগুলি ১৯৭০ সালের থেকে ১৯৯৯ সালের মধ্যে নথিভুক্ত হয়েছিল, প্রথম দফায় সেগুলি বাতিল করা হবে।

আরো পড়ুন: আমার “ঘনা” বেপাত্তা, শুয়োরকে কা’ছে পে’তে কলকাতা হাইকোর্টের মা’ম’লা

দ্বিতীয় দফায় বসিয়ে দেওয়া হবে একবিংশ শতকে নথিভুক্ত হওয়া গাড়িগুলি। পরিবহণ দফতর ২০০০ সাল থেকে ২০০৭ সালের মধ্যে নথিভুক্ত গাড়িগুলি বাতিল করবে। তৃতীয় দফায় ২০০৮ সাল থেকে যে নথিভুক্ত গাড়িগুলি সিএনজিতে রূপান্তরিত হয়নি, সেগুলিও বাতিল করা হবে।