সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের অশান্ত কাশ্মীর, জ’ঙ্গি’দে’র হা’ম’লা’য় শহীদ ৫ জওয়ান

ফের অশান্ত কাশ্মীর উপত্যকা ; পুঞ্চে জঙ্গিদের গুলিতে শহিদ পাঁচ ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন এক অফিসার-সহ মোট পাঁচ সেনা জওয়ান।

কাশ্মীর উপত্যকা এই ঘটনাকে ঘিরেই ফের উত্তপ্ত হয়ে উঠল। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। তখনই সেনাবাহিনীর দিকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই।

সংবাদসংস্থা এএনআই( ANI) সূত্রে জানা গিয়েছে,মোট পাঁচ জন সেনা জওয়ান গুলির লড়াইয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। মোট পাঁচ জন সেনা জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।

তবে, গুলির লড়াই এখনও চলছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোনওভাবেই যাতে জঙ্গিরা পালিয়ে না যায়, সেদিকে নজর রেখেছে ভারতীয় সেনা।

কাশ্মীর অশান্ত স্কুলে জঙ্গিহানার পর থেকেই। টার্গেট কিলিংয়ের জেরে কার্যত দলে দলে সংখ্যালঘুরা উপত্যকা ছেড়ে চলে যাচ্ছেন বলেই খবর। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট বলছে, আতঙ্কের রেশ প্রবল। কাশ্মীরে শিক্ষক-মৃত্যুর ঘটনায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ