সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিষেক-কুন্তলকে কেন ৫০ লক্ষ টা’কা জরি’মা’না?

যত তদন্ত এগোচ্ছে,নিযোগ দুর্নীতির কেচ্ছা তত জটিল হচ্ছে। প্রথমে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা ও কোটি কোটি টাকার গয়না। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে।

বাদ যায়নি টলিউডের অভিনেতারাও। রাজ্যের শাসক দলের মাথাদের গ্রেফতার করেও,এতদিন ধরে তদন্ত করেও কোন কিনারা করতে পারছেন না সিবিআই। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এই রায় দেয়। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথম উঠে আসে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় – এর নাম উঠে আসা মামলার দায়িত্বভার পান।

বুধবার এই মামলার রায় হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, এই একই রায় বহাল রাখল বিচারপতি সিনহাও । তার বেঞ্চ জানায়, প্রয়োজন হলে ইডি-সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

এছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ উভয়কে ২৫ লাখ টাকা করে জরিমানা স্টেট লিগাল সার্ভিস অথরিটির কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সিনহা আরও বলেন, ‘এই ধরনের আবেদনগুলির উদ্দেশ্য নিয়ে আদালতের সংশয় রয়েছে। মনে হচ্ছে, তদন্তকারী অফিসারদের তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার উদ্দেশ্যে অযথা এই আবেদনগুলি করা হয়েছে।’