সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০০ টা’কা করে ভা’তা দেবে মমতা সরকার

এখন থেকে যক্ষ্মা রোগীদের তথ্য সরকারের কাছে পৌঁছে দিতে ওষুধের দোকান ও বেসরকারি ল্যাবগুলিকে প্রতিমাসে রোগীপ্রতি ৫০০ টাকা উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর। রাষ্ট্রীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি ‘নিক্ষয়’-এর অধীনে এই টাকা দেওয়া হবে ওষুধের দোকান ও বেসরকারি প্যাথ ল্যাবগুলিকে।

সোমবার এই সংক্রান্ত আদেশনামা বেরিয়েছে স্বাস্থ্য দফতর থেকে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যে ‘এস্টিমেটেড’ যক্ষ্মা রোগীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ৷ কিন্তু সরকারের কাছে এর মাত্র অর্ধেক রোগীর তথ্যই মজুত রয়েছে৷ স্বাস্থ্যকর্তাদের সন্দেহ, বাদ বাকি অর্ধেক রোগীকূলই ওষুধ প্রতিরোধী (মাল্টি-ড্রাগ রেজিস্ট্যান্ট বা MDR) যক্ষ্মা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য দায়ী৷ তাঁরা নিজেরাও সকলে সুস্থ হন না, আবার জনসমাজেও সংক্রমণ ছড়ান৷ TB নির্মূলকরণে মূল অন্তরায় এঁরাই৷ সরকারের তরফে বহু বার বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের নানা স্তরের অংশীদারদের প্রতি এ বিষয়ে সরকারকে সহায়তা করার আবেদন করা হলেও ফল মেলেনি।

প্রসঙ্গত, যক্ষ্মাকে নির্মূল করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২৫-এর মধ্যে। কিন্তু ‘নোটিফায়েবল ডিজিজ’ হওয়া সত্ত্বেও বেসরকারি ক্ষেত্রে চিহ্নিত হওয়া অসংখ্য যক্ষ্মা রোগীর রোগটা ধরা পড়ার তথ্যই সরকারের কাছে পৌঁছয় না। অথচ, বহু ওষুধের দোকান ও বেসরকারি প্যাথ ল্যাব ঘটনাচক্রে জানতে পারেন নতুন যক্ষ্মা রোগীর কথা। কিন্তু সরকারকে সে কথা জানানোয় অনীহা রয়েছে তাদের।