সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশে বে’শি জলপান করলেই হবে জ’রি’মা’না! হ’তে পা’রে ৬ মাসের জেল!

জলের অপর নাম জীবন। জল ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না। যে কোন চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা বলে থাকেন বেশি করে জল খাবেন। কিন্তু এই পৃথিবীতে রয়েছে এমন এক দেশ যেখানে বেশি জল খেলে পড়তে হয় বিপদে। রীতিমতো জেল-জরিমানা হওয়ার ভয় থাকে।

আসলে আমাদের পৃথিবীতে জলের ভান্ডার কমতে শুরু করেছে। এই পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল থাকলেও মিষ্টি জলের বড়ই অভাব। নোনতা জল খেয়ে মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। তাই এই দেশে জল খাওয়ার উপরে রয়েছে নিষেধাজ্ঞা।

জলের পরিমাণ তীব্র হ্রাস পেয়ে গিয়েছে তিউনিশিয়ায়। তাই সেখানে ছয় মাসের জন্য পানীয় জলের নির্দিষ্ট মাপ বেধে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকের জন্য জল ব্যবহার করার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে তার বেশি ব্যবহার করলে হতে পারে বড় বিপদ।

আরো খবর: বি’য়ে’তে ব’ন্দু’ক দেখিয়ে স্টান্ট নবদম্পতির! আচমকা ট্রি’গা’র চাপতেই ঘ’ট’লো বি’প’দ, রইলো ভিডিও

জলের অত্যাধিক সংকট হওয়ায় জল ব্যবহারের উপর এই বিধি নিষেধ জারি করা হয়েছে। জল খেতে হবে মেপে মেপে। ওই দেশের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে কয়েক মাস ধরে দেশে চলছে খরা। দেশের বাঁধে মোট ৩০ শতাংশ জল অবশিষ্ট রয়েছে।

গাড়ি ধোয়া বা গাছগাছালিতে জল ঢালা যাবে না এখন। যেকোনো পাবলিক প্লেস পরিষ্কার করবার জন্য জল ব্যবহার করা যাবে না। এমনকি অযথা জল ব্যবহার না করবার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন লঙ্ঘন করলে জেল হতে পারে এমনকি ১0000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।