সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসের “তৎকাল” পরিষেবা, মুহূর্তে বাড়ি পৌঁ’ছে যা’বে গ্যাস সিলিন্ডার

এবার থেকে আপনিও পেতে চলেছেন এলপিজি গ্যাসের এই সুবিধা। ইন্ডিয়ান অয়েল তাদের উপভোক্তাদের জন্য ‘তৎকাল সেবা’ নামক প্রকল্প শুরু করতে চলেছে এবং এর দ্বারা আপনি খুব সহজেই বাড়িতে বসে মোবাইল এর মাধ্যমে যদি এলপিজি গ্যাস বুক করেন তবে বুক করার সময় থেকে মাত্র দুই ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন রান্নার গ্যাস।

এটি খুব দ্রুত সত্যি হতে চলেছে। এর পূর্বে ইন্ডিয়ান অয়েল বারংবার তাদের ওয়েবসাইটে এই প্রচারটি করতে থাকে। আপনি যদি উপভোক্তা হন তবে খুব সহজেই ইন্ডিয়ান অয়েল এর ওয়েবসাইটে কিংবা ইন্ডিয়ান অয়েল অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করে নিতে পারেন এবং তাহলেই আপনি পেয়ে যাবেন এই সকল সুবিধা।

পূর্বের সবচেয়ে সমস্যার যে বিষয় ছিল, তা হলো রান্নার গ্যাস বুক করা হলে তা বাড়িতে পৌঁছাতে দীর্ঘ সময় নিত। ফলে দরকারের সময় প্রয়োজনীয় জিনিস না পাওয়ার ফলে সমস্যায় ভুগত একাধিক মানুষ।

আরো পড়ুন: শাশুড়ি নীতা আম্বানিকেও ট’ক্ক’র দিচ্ছেন পুত্রবধূ, বিলাসবহুল জীবনযাপনের ক’থা চর্চার বি’ষ’য় সকলের

এই তৎকাল সেবা যদি সফল হয় তবে সেই দুশ্চিন্তা অনেকটাই যে কেটে যাবে তা ঠিক। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে করা একটি টুইটে বলা হয়েছে, “আপনার নতুন ইন্ডেন করা এলপিজি কানেকশন মাত্র একটি মিসড কল দূরে আছে।

আপনি শুধু 8454955555 ডায়াল করবেন এবং আপনার দরজায় এলপিজি সংযোগ পাবেন। বর্তমান ইন্ডেন গ্রাহকরাও তাদের ফোন নম্বর থেকে আমাদের একটি মিস কল দিয়ে বুক করতে পারার সুযোগ পাবেন।”