সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেবশ্রী অভিনয়েই থাকুক, রাজনীতি তাঁর জ’ন্য নয়, প’ছ’ন্দে’র নায়িকা স’ম্প’র্কে মতামত চিরঞ্জিতের

দেবশ্রী রায় আমাদের আপামর জনসাধারণের কাছে একটি জনপ্রিয় মুখ। উনিশ শতকের মানুষেরা তাঁর অভিনয় দেখে এসেছেন একটা বড় সময় ধরে। তাঁর অভিনয় দক্ষতার সাথে নাচ অসাধারন। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছেও সকলেই। তাঁর ‘ কলকাতার রসগোল্লা ‘ গানের নাচে কোমর দুলিয়েছে বহু মানুষ।

তাঁর সহ অভিনেতা চিরঞ্জিত বাবু দেবশ্রী রায় সম্পর্কে অনেক কথাই বলেন শোনা যায়। ৮ই আগস্ট ছিল দেবশ্রী রায়ের জন্মদিন। এই দিন নিজস্ব কলম ধরে সাংবাদিকের হয়ে প্রশংসা করতে দেখা যায় চিরঞ্জিত চক্রবর্তী।

তিনি বলেন – দেবশ্রী যেমন রূপে লক্ষ্মী তেমনি গুনে সরস্বতী। তার ব্যবহারও বেশ ভালো। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর কোনো অহংকার নেই বলেই জানিয়েছেন তিনি। তবে তিনি এও জানান যে, দেবশ্রীর জন্য রাজনীতি নয়। তার জন্য অভিনয়টাই ঠিক আছে।

আরো পড়ুন: বোমা বি’স্ফো’র’ণে যোগীকে হ’ত্যা করা হবে, হু’ম’কি মে’সে’জ ঘি’রে তোলপাড় উত্তরপ্রদেশ

তিনি বলেন – তিনি নিজেও রাজনীতির বিশেষ বোঝেন না তবু তিনি টিকে আছেন কিন্তু দেবশ্রী আর টিকে নেই। তাঁরা একসাথে অনেক সিনেমা করেছে একসঙ্গে। অনেক স্মৃতি রয়েছে তাদের।

সেই প্রসঙ্গে তিনি বলেন – বিধানসভায় আগে পাশাপাশি বসতেন তিনি আর দেবশ্রী। এক একদিন জিন্স পরে আসতেন তিনি, এক একদিন আবার শাড়ি পরে আসতেন। হাসি ঠাট্টা করতেন চিরঞ্জিতের সঙ্গে। তখনি নাকি দেবশ্রী রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলতেন।

হয়েছিলোও তাই। প্রায় অনেক গুলো বছর পর তিনি ফিরে আসেন ছোট পর্দার হাত ধরে। ‘ সর্বজয়া’ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।
তাই চিরঞ্জিত বলেন- দেবশ্রী নিজের বয়স অনুযায়ী যদি চরিত্র বাছতেন ভালো করতেন। এত ট্রোল কেও করতো না হয়তো। আজকাল অভিনেতা অভিনেত্রীদের বয়স অনুযায়ী জনপ্রিয়তা পায়।