সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না চিকিৎসায় কো’নো বন্ধক ছাড়াই ৫ লক্ষ টা’কা লো’ন, বড়ো সি’দ্ধা’ন্ত স্টেট ব্যাংকের

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ক্ষেত্রে লোন দেওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বিশেষ লোনের ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার আওতায় লোন নিতে ইচ্ছুক গ্রাহক এবং তার পরিবার করোনা চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সম্প্রতি দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। স্টেট ব্যাংকে তরফ থেকে প্রদত্ত ঋণ ব্যবস্থার নাম রাখা হয়েছে ‘কবচ পার্সোনাল লোন’।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতবর্ষ। চলতি বছরের এপ্রিল-মে মাস থেকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। আক্রান্ত এবং মৃত্যুর হার দিন প্রতিদিন বাড়তে থাকে। বর্তমানে অবশ্য আক্রান্তের হার অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবুও করোনা নিয়ে মানুষের উদ্বেগ পুরোপুরি কাটানো সম্ভব হয়নি। এমতাবস্থায় করোনার ব্যয়বহুল চিকিৎসার খরচের জন্য গ্রাহকদের এই ঋণের সুবিধা প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ব্যাংক কর্তৃপক্ষের নিয়ম অনুসারে এই ঋণের আওতায় গ্রাহক নিজের জন্য অথবা নিজের পরিবারের কারোর জন্য ঋণ নিতে পারবেন। সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে গ্রাহককে। এই ঋণের জন্য কোনো কিছু বন্ধক রাখার প্রয়োজন নেই। বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদে ঋণ পেতে পারবেন গ্রাহক। এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ খাঁড়ার দাবি, ব্যাংক কর্তৃপক্ষের এই নিয়মের ফলে উপকৃত হবেন বহু মানুষ।

নতুন করে করোনা আক্রান্ত হলেই শুধু নয়, ঋণ নেওয়ার আগে কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন তিনি তাহলে সেই পুরনো করোনা চিকিৎসার জন্যেও ঋণ নিতে পারবেন। সর্বাধিক পাঁচ বছরের মধ্যে সুদসহ ঋণের টাকা ফেরত দিতে হবে ব্যাংকে। স্যালারিড, নন-স্যালারিড এবং পেনশন উপভোক্তারা এই ঋণের জন্য আবেদনের যোগ্য বলে জানানো হয়েছে।