সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাগুইহাটি কা’ণ্ডে দুই কিশোর খু’নে’র রায় দিয়ে দিলেন সৌগত, করলেন বে’ফাঁ’স ম’ন্ত’ব্য

বেশ কিছুদিন আগে হটাৎ ই জানতে পড়া যায় বাগুইআটিতে দুই যুবক খুন হয়েছে। ১৫ ও ১৬ বছরের তরতাজা প্রাণ শেষ করে দিয়েছে কেউ। আর এই ঘটনা প্রকাশে আসার পর থেকেই এই জোড়া খুনের তদন্তের দিকে তাকিয়ে সকলে। তবে অভিযুক্তকে কিছুতেই ধরা যাচ্ছিল না। এমনকি এই তদন্তে প্রশাসনের ওপর আঙ্গুল তোলেন বিরোধী দলের লোকজন।

প্রশাসনের গাফিলতি সামনে একে বাগুইআটি থানার ওসি ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড অবদি করা হয়। চূড়ান্ত ক্ষোভ সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে। সকলের একটাই দাবি খুনিকে খুঁজে বের করা। আর পুলিশ না পারলে সিআইডির হাতে কেস টা তুলে দেওয়া। শেষ অব্দি হয়ও তাই। তবে সিআইডির পক্ষেও খুনিকে ধরা বেশ চাপের ছিল।

অনেক কষ্ট করে অনেক সোর্স কাজে লাগিয়ে সিআইডি গত শুক্রবার শেষ পর্যন্ত এই ঘটনার অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী কে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেন। আর এই প্রসঙ্গেই রবিবার বরানগর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্র-ছাত্রীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত এসে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় প্রকাশ্যে বাগুইআটি জোড়া খুন নিয়ে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন: মেয়েদের “রক্ষাকবচ”, ব্যাগের মধ্যেই বন্দুক ও জুতোর বো’তা’ম টিপলেই বের হবে গু’লি!

মঞ্চের মধ্যেই তিনি বলেন, ‘খুন হওয়া দু’জন যুবক ড্রাগসের নেশা করত, N-10 ট্যাবলেট খেত।’ তিনি আরও বলেন, ‘একজন ছেলে পঞ্চাশ হাজার টাকা বাইক কেনার জন্য কোথা থেকে পায়? আমি হলে পারতাম না। ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাইছি সেই সমস্ত ছেলেদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আনতে। ছেলেরা এমন কিছু না করুক যাতে বাবা মাকে লজ্জিত হতে হয়।