সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনকে বু’ড়ো আঙুল দে’খি’য়ে ভারতের সঙ্গে ব’ড় চু’ক্তি করলো বাংলাদেশ

ভারত – চিনের সম্পর্ক যে সাপে – নেউলে,একথা বললে হয়তো খুব একটা ভুল বলা হবেনা। ভারতের বাড়ানো বন্ধুত্বের হাত বরাবরই চিন প্রত্যাখ্যান করে আসছে।আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একঘরে করতে চিন সদা তৎপর। তাইতো ভারতের প্রতিবেশী দেশ গুলিকে সাহায্য করে চিন নিজের বন্ধু রাষ্ট্রে পরিণত করতে চায়।

কিন্তু চিনের এইসব ভন্ডামি তুড়ি মেরে উড়িয়ে, ভারত বাংলাদেশের সাথে এক নতুন মৈত্রতার সম্পর্ক শুরু করতে চলেছে। ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’- এর আওতায় আসাম রাজ্যের নুমালিগড় পরিশোধনাগার থেকে ডিজেল শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবে বংলাদেশের দিনাজপুর জেলায় পার্বতীপুর অয়েল ডিপোয়।

এরপর বংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সেই দেশে এই ডিজেল বিক্রি করবে। শিলিগুরিতে পাইপ লাইনটির দৈর্ঘ্য মাত্র পাঁচ কিলোমিটার,বাকি ১২৫ কিলোমিটার পইলাইন আছে বাংলাদেশে। এই পাইপলাইনের সাহায্যে বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠানো যাবে।

আরো খবর: কবীর সুমনের এনার্জি তু’ঙ্গে থাকার কারণ এটি! নিজের বিছানার সি’ক্রে’ট ফাঁ’স করলেন গায়ক

পরিশোধিত তেল কেনার জন্য প্রতি বছর বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। খরচ কমাতেই এই উদ্যোগ। সূত্রে খবর,আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। ২০১৮ সালে এই প্রকল্পের কাজ চালু হয়।

প্রকল্পটির জন্য মোট খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮৮ কোটি আট লক্ষ টাকা যার মধ্যে ভারত সরকার ব্যয় করেছে ২৮৫ কোটি ২৪ লাখ টাকা এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেড দিয়েছে ৯১ কোটি ৮৪ লাখ টাকা।