সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিল্লিকে গ্যাস চেম্বার করেছেন, দূ’ষ’ণ’কে হাতিয়ার করে কেজরিওয়ালকে ক’টা’ক্ষ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর

দিল্লির বাতাস দিনের পর দিন বিষাক্ত হয়ে উঠছে, তাছাড়া দিপাবলীর পর যেন ধোয়ার কারণে আকাশ দেখা যাচ্ছে না। পুরো রাজধানী ধোয়াশায় ভরে গেছে। একেবারে ধোয়ার চাদরে ঢেকে গেছে দিল্লি। আর এরপরেই একে অপরকে দোষারোপ করা শুরু করেছে রাজনোইতিক ব্যাক্তিত্বেরা।

অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করল কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব। তিনি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী। তিনি এবার ১৯৫২ সালের লন্ডনের গ্যাস চেম্বারের পরিস্থিতির সাথে দিল্লিকে তুলনা করলেন। আমরা দেখে আসছি প্রতি বছর নভেম্বর মাসেই দিল্লির দৃশ্যমানতা কমে যায়, দূষণের পরিমাণ বেড়ে যায়।

উত্তরপ্রদেশ ও হরিয়ানার কৃষকদের খড় বিচালি পোড়ানোর জন্য, সাথে দিপাবলী, পরিবহণ ও দূষণ সব মিলিয়ে দিল্লির অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। গত বছর কেজিওয়াল পাঞ্জাবকে ও হরিয়ানাকে লক্ষ্য করেই দূষণের কারণ হিসেবে দায়ী করেছে।

আরো পড়ুন: আপনি কি “ড্রাই আই” স’ম’স্যা’য় ভুগছেন? কি কারণ জেনে নিন

এবার ভুপেন্দ্র যাদব সেই কথার জবাব দিতেই এক বছর টুইট করেছেন ও দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে কেজরিওয়ালকে বলেছেন, সমীক্ষায় জানা যাচ্ছে আপ শাসিত পাঞ্জাবে ১৯% আগুন লাগানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে।

হরিয়ানায় ৩০ % কমেছে। আজই ৩৬৩৪ টি আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তাহলে বোঝাই যাচ্ছে কারা দিল্লিকে গ্যাস চেম্বারে পরিণত করছে।