সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি “ড্রাই আই” স’ম’স্যা’য় ভুগছেন? কি কারণ জেনে নিন

মানুষের দেহের সমস্ত অঙ্গ প্রতঙ্গই কিন্তু অমূল্য, কিন্তু তার মধ্যে চোখ অন্যতম। আমাদের চোখের দিকে খেয়াল রাখতেই হবে, নিয়ম মেনে চোখের সেবা শুশ্রূষা করতেই হবে। কিন্তু মানুষ মাত্রই নিয়ম ভাঙ্গার কল। আজকাল এই ইন্টারনেটের যুগে মোবাইল কম্পিউটারের যুগে মানুষের চোখের রোগ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

সেক্ষেত্রে ড্রাই আই এর জটিলতা অনেকের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু এই ড্রাই আই জিনিসটা কি? সহজ কথায় যদি বুঝিয়ে বলতে হয়, তাহলে চোখের মধ্যে রয়েছে তরল তৈরীর জায়গা, এবার সেই তরল যখন আর তৈরী না হয় তখনই সেটাকে ড্রাই আই বলে। এর জন্য চোখ শুষ্ক হয়ে যায়, নানা ইনফেকশন হওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পায়।

এমনটা হলে অবশ্যই সতর্ক হতে হবে, ড্রাই আই এর সমস্যা বাড়তে থাকলে সেটা গুরুতর পর্যায়ে পৌছোতে পারে। অবশ্য এর জন্য নানা কারণ থাকতে পারে। বয়স বাড়লে চোখের সমস্যা দেখা যায় স্বাভাবিক ভাবেই, তখন টিয়ার প্রোডাকশন ঠিকমতো হয় না।

আরো পড়ুন: TATA ম্যা’জি’ক অব্যাহত, AirAsia এবার ভারতে ব্যবসার সবকিছু AirIndia-কে বেঁ’চে দি’চ্ছে

তাছাড়া এলার্জিকাল ডিজিজ, রিউম্যাটয়েড আর্থারাইটিস, লুপাস থাইরয়েডের মতো সমস্যা থাকলে এই সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। অনেকেই চোখে লেন্স ব্যবহার করে থাকে,কর্নিয়াল নার্ভ ডিসেনটিভ হয় অনেকের, তাছাড়া নার্ভের ক্ষতি হয় ও লেজার সার্জারির পর অনেক সমস্যা দেখা দেয়।