সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TATA ম্যা’জি’ক অব্যাহত, AirAsia এবার ভারতে ব্যবসার সবকিছু AirIndia-কে বেঁ’চে দি’চ্ছে

এয়ারলাইন্স সংস্থা এয়ারএশিয়া ভারতে অপারেশন বন্ধ করছে। তাঁরা ভারতের অপারেশনের বাকি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, Tata Group-এর Air India -র কাছেই ভারতে ব্যবসার শেয়ার হস্তান্তর করছে মালেশিয়ান বিমান সংস্থাটি।

সূত্রের খবর, নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি থেকেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। AirAsia দেশে পরিচালিত বিমান সংস্থাগুলির মধ্যে সুপরিচিত। কোভিডের পরেও ব্যাপক ভাবে ঘুরে দাঁড়িয়েছিল এই এয়ারলাইন্সটি।

দেশের প্রায় প্রতিটি এয়ারপোর্টেই অবাধ গন্তব্য রয়েছে AirAsia -র বিমানের। এয়ার এশিয়ার দেশে মোট উড়ানের মধ্যে 5.7 শতাংশ উড়ানে দখল রয়েছে ।

আরো পড়ুন: আকাশেই উড়ে যা’বে শ’ত্রু’দের ক্ষেপণাস্ত্র! স’ফ’ল প’রী’ক্ষা করলো DRDO

যদি শুধুমাত্র এ বছরের হিসেবও দেখা হয়, সেক্ষেত্রে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট 1,71,000টি বিমান উড়িয়েছে AirAsia। মোট 23 মিলিয়ন যাত্রী এই বিমান সংস্থার পরিষেবা এবছর নিয়েছে।