সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশেই উড়ে যা’বে শ’ত্রু’দের ক্ষেপণাস্ত্র! স’ফ’ল প’রী’ক্ষা করলো DRDO

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( DRDO) ক্ষেপণাস্ত্র ছুড়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রযুক্তি আধুনিক আয়ত্ত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-র বিজ্ঞানীরা, বুধবার সফল ভাবে ফেজ-২ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) কর্মসূচির অন্তর্গত ইন্টারসেপ্টর এডি-১ ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ-পরীক্ষা করেছে।

এই প্রযিুক্তির সাহায্যে, শত্রুপক্ষের ছোড়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করা সম্ভব।বুধবার ওড়িশায় চাঁদিপুর সৈকতের কাছে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপ করা হয়।

আরো পড়ুন: স্বাধীন ভারতের প্রথম ভো’টা’র ৩৪ তম ভো’ট দিলেন, বয়স এখন মা’ত্র ১০৬

DRDO মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর প্রত্যাশা অনুযায়ী রেডার টেলিমেট্রি, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং স্টেশন-সহ সবগুলি ব্যবস্থা ঠিক ভাবে কাজ করেছে।