সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাচ্চাদের এইসব নামে কোনোদিন ডাকবেন না এই কয়েকটি দেশে! হতে পারে জে’ল!

যুগের সাথে তাল মিলিয়ে বাচ্চার নাম রাখতে বাঙালিদের মতো পটু বোধহয় আর কেউ নেই।এই বিষয়ে তারা একটু বেশিই নাকউঁচু। আর আজকাল কমবেশি সবাই আধুনিক বা ট্রেন্ডিং নাম রাখতেই পছন্দ করেন। কেউ কেউ আবার নামের মিল রাখতে বাবা-মায়ের আদ্যক্ষর দিয়েও নাম রাখেন।

তবে সব দেশে সব নাম যে চলে না একথা জানেন কি! আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে সেই তথ্যই। এমন অনেক দেশ রয়েছে যেখানে সন্তানের নামকরণের আগে বিশেষ সাবধান হতে হয়। কারণ সেইসব দেশে বিভিন্ন ‘নাম’ নিষিদ্ধ। কারণ এই নামগুলি রাখলে মোটা অঙ্কের জরিমানা তো হবেই, পাশাপাশি হাজতবাসও হতে পারে।

চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন দেশে, কী কী নাম নিষিদ্ধ। ​ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর যেহেতু A, তাই প্রথমেই দেখে নেওয়া যাক A দিয়ে নিষিদ্ধ নামগুলি কী কী।

Adolf (অ্যাডলফ): অত্যাচারী শাসক হিটলারের নাম কে না জানে। তাই জার্মানিতে আজও এই নামটিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। জার্মানির পাশাপাশি মেক্সিকো, নিউজিল্যান্ড, মালয়েশিয়াতে এই নামটি নিষিদ্ধ বলে গণ্য।

Akuma​ (আকুমা): জাপানে কোনো শিশুর এই নাম রাখা নিষেধ। কারণ জাপানি ভাষায় আকুমা শব্দের অর্থ শয়তান। তাই ওই দেশে এই নামটি অবৈধ হিসেবে ধরা হয়।

আরো খবর: আমাদের দেশে বেশিরভাগ সিলিং ফ্যানগুলোর ৩ টি “ব্লেড” কেন থাকে?

A’n’a’l (অ্যা’না’ল): যেহেতু এই শব্দটি আমাদের গো’প’ন অ’ঙ্গে’র সঙ্গে যুক্ত, তাই এই নামে ডাকা বারণ ডেনমার্ক ও নিউজিল্যান্ডের শিশুদের।

Amir (আমির): বলিউড তারকা আমির খান বেশ জনপ্রিয়। তাই আমাদের দেশে আমির নামটির বিশেষ কদর রয়েছে। কিন্তু সৌদি আরবে শিশুদের এই নাম রাখা নিষিদ্ধ। কারণ সে দেশে ‘আমির’ শব্দের অর্থ রাজকুমার, তাই এই নামে কেবল রাজপরিবারের বংশধরদের সম্বোধন করা যায়।

Anus (আনুস): অ্যানাল থেকেই আনুস শব্দটির উৎপত্তি। তাই ডেনমার্কে কোনো শিশুর নাম আনুস রাখা যায় না।

​এ ছাড়া আরও বেশ কিছু নাম নিষিদ্ধ রয়েছে যেমন –
Enrique (এনরিক): আয়ারল্যান্ডে সন্তানের জন্য কোনও বিদেশি নাম রাখা যায় না। এনরিক বিদেশি শব্দ বলে এই নাম সে দেশে বেআইনি।

Cyanide (সায়নাইড): UK -তে নিষিদ্ধ নামের তালিকায় রয়েছে সায়নাইড নামটি, কারণ এই নামটির অর্থ বিষ।

Chow Tow (চাউ টাউ): যেহেতু চাউ টাউ শব্দের অর্থ দুর্গন্ধ, তাই ভিক্টোরিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় নামটি নিষিদ্ধ।