সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সৌরজগতের বা’ই’রে থেকে আচমকাই ধ’রা দিলো রেডিও সিগন্যাল, তবে কি পৃথিবীতে আ’স’তে চা’ই’ছে ভিনগ্রহী?

ফের এক মহাজাগতিক চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে এসেছে। বরাবরই মানুষের কাছে মহাজাগতিক বিষয়টি একটি রোমাঞ্চকর বিষয়, নানান অজানা কাহিনী আজও মানুষের অজানা, সঠিক তথ্য মেলেনি আজও, এমনকি পৃথিবীতে প্রাণের সঞ্চার নিয়েও রয়েছে নানান দ্বিমত।

বর্তমানে পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণের সঞ্চার আছে কিনা সে বিষয়েও বহু বছর ধরে চলছে গবেষণা। সঠিক তথ্য সেভাবে কখনো পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে সম্প্রতি বিজ্ঞানীরা সে সম্পর্কে কিছু নতুন ধারণা করছেন, তারা রেডিও তরঙ্গ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা খুঁজে পেয়েছেন। তাঁরা বলছেন এমন কোন নক্ষত্রের সন্ধান তারা পেয়েছেন যা থেকে রেডিও তরঙ্গ আসছে।

এমনকি সেই নক্ষত্র গুলি তার আশেপাশে গ্রহের অস্তিত্ব সম্পর্কেও জানাচ্ছে। এই রেডিও তরঙ্গ হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী রএডিও তরঙ্গ,যা ধরা পড়েছে নেদারল্যান্ডসে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় বেঞ্জামিন পোপ ও ডাচ ন্যাশনাল অবজারভেটরি থাকা তাঁর সহকর্মীরা সেই তরঙ্গ কে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে বলেন, এটি উনিশটি লাল বামন নক্ষত্র থেকে এই তরঙ্গ ধেয়ে আসছে।

এমনকি চারটি নক্ষত্র সম্পর্কে তারা ইতিমধ্যেই বিশ্লেষণ করে দিয়েছেন,এরা হলো সৌরজগতের শক্তিশালী গ্রহ, এমনকি তাঁরা বলছেন সৌরজগতের গ্রহরাই শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠাতে সক্ষম এবং কিভাবে রেডিও তরঙ্গ উৎপন্ন হয়েছে সে সম্পর্কে তারা ব্যাখ্যাও দিয়েছেন। যখন সৌর ঝড় এর মুখোমুখি হয় ঐ সমস্ত গ্রহের চুম্বকীয় ক্ষেত্রগুলি তখন এই রেডিও তরঙ্গ সৃষ্টি হয়।

তবে আরও একটি বিষয় নতুন ভাবে জানা গেছে তা হল কিভাবে গ্রহের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। আওয়ার সোলার সিস্টেম এর বাইরেও রেডিও তরঙ্গের বিস্ফোরণ ঘটে এবং সেই থেকেই গ্রহের অস্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়। ইতিমধ্যেই এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসার ফলে সবার মধ্যেই আরো কৌতূহল বেড়ে গেছে।