সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডাক্তাররা বলেছিলেন আয়ু মা’ত্র কয়েক মাস! ক্যা’ন্সা’রে’র নতুন ওষুধে সে’রে উঠলেন রোগী

জেসমিন ডেভিড ২০১৭ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন। লন্ডন শহরের বাসিন্দা জেসমিন ডেভিড একজন ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক। সে সময়ে তাঁর অস্ত্রোপচারের পরে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়। তখনকার মতো সেরে গেলেও দু’বছর পরে আবার ফিরে আসে ক্যানসার।

চিকিৎসকরাও বলে দিয়েছিলেন তাঁর হাতে আর সময় বেশি নেই। কিন্তু এর পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তিনি। জেসমিন অংশগ্রহণ করেছিলেন ক্যানসার প্রতিরোধী এক ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে।

সেই ট্রায়ালের ফলাফল বেরনোর পরে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের Clinical Research Facility (CRF) এই ট্রায়ালটি করেছে।

আরো পড়ুন: পরীক্ষা ছে’ড়ে তৃণমূলের মি’ছি’লে পড়ুয়ারা, পরে খাতা জমা করার দা’বি জা’নি’য়ে অধ্যক্ষ ঘেরাও!

একটি পরীক্ষামূলক ওষুধের সঙ্গে Atezolizuma ব্যবহার করলে ক্যানসার রোগীদের উপর কী প্রভাব হতে পারে, সেই বিষয়ের উপর এই ট্রায়াল আয়োজন করা হয়েছিল। প্রায় দুই বছর ধরে এই ট্রায়াল চলে।

প্রতি তিন সপ্তাহ অন্তর এই ওষুধ ক্যানসার আক্রান্ত রোগীর উপর প্রয়োগ করা হয়েছিল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে যখন ট্রায়ালে অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছিল, তিনি তখন এই ফলাফল আশা করেননি। তিনি কেবল ভেবেছিলেন এই ট্রায়ালের মাধ্যমে ভবিষ্যতে ক্যানসার রোগের কোনও সুরাহা হলেও হতে পারে।