সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবচেয়ে বি’শ্ব’স্ত হলেন ডাক্তাররা, রাজনৈতিক নেতাদের বি’শ্বা’স তলানিতে, দাবি সমীক্ষায়

সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে ডাক্তারি পেশায় সবথেকে বিশ্বাসযোগ্য একটি পেশা। পৃথিবীতে সবথেকে বেশি ডাক্তারের প্রতি ভরসা রয়েছে মানুষের, হাসিই ভরসা করোনা অতিমারির মধ্যে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে মানুষের। ইপসোস গ্লোবাল ট্রাস্টওর্থিনেস ইনডেক্স অনুযায়ী সমীক্ষায় প্রকাশ করা হয়েছে, পৃথিবীর মোট 64 শতাংশ মানুষ মনে করেন অন্য সব পেশার তুলনায় ডাক্তার অনেকটাই বিশ্বাসযোগ্য। সমীক্ষা অনুযায়ী, বলা যেতে পারে ডাক্তারদের প্রতি মানুষের বিশ্বাস একেবারে অন্ধের মত,যেটা কিনা অন্য পেশার মানুষদের উপর এতটা দেখা যায় না।

সমীক্ষা অনুযায়ী, কিন্তু যদি বিশ্বাসযোগ্যতার কথা আসে তাহলে সবথেকে কম বিশ্বাস করে মানুষ রাজনৈতিক পেশার সাথে যুক্ত মানুষদের। মাত্র 10 শতাংশ মানুষ এদের বিশ্বাস করে, এদিকে মন্ত্রীদের উপর বিশ্বাস করে পনেরো শতাংশ মানুষ ও বিজ্ঞাপনের সাথে যুক্ত মানুষদের বিশ্বাসযোগ্যতার হারও 15 শতাংশের কাছাকাছি। যদি ডাক্তারদের বিশ্বাসযোগ্যতার পরিমাণ দেখা যায় তাহলে সেই হিসেবে এগিয়ে রয়েছে ব্রিটেনে, 2018 সালে ডাক্তারদের প্রতি বিশ্বাসযোগ্যতার হার ছিল 67 শতাংশ যেটা 2021 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 72 শতাংশ। সময়ের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ডাক্তার দের অবদান সত্যি অতুলনীয়,তাই চিলি হাঙ্গারি সৌদি আরব আরও বিভিন্ন দেশে ডাক্তারদের উপর বিশ্বাস সাধারণ মানুষের অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

কিন্তু এর মধ্যেও রয়েছে ব্যতিক্রম,পৃথিবীর এমন কিছু কিছু দেশ রয়েছে যারা কিনা ডাক্তারদের উপর এমন ভাবে বিশ্বাস করে না। যার মধ্যে দক্ষিণ কোরিয়া জাপান অন্যতম । জাপানে ডাক্তারদের উপর মানুষ বিশ্বাস করে 52 শতাংশ ও দক্ষিণ কোরিয়ায় সেই বিশ্বাসের সংখ্যা 38 শতাংশ।