সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো কিছু হ’তে চলেছে! কাশ্মীর ই’স্যু’তে লেফটেন্যান্ট গভর্নরকে ডাকলেন অমিত শাহ

বিগত কয়েকদিন ধরে কাশ্মীরে একের পর এক নাশকতা চালিয়ে চলেছে সন্ত্রাসবাদীরা। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত কয়েক মাস ধরে এমন একাধিক গোপন খবর ভারতের গোয়েন্দা সংস্থার কাছে এসেছে।

বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরে বড়োসড়ো আশঙ্কার বিষয় বস্তু হয়ে উঠেছে টার্গেট কিলিং। কাশ্মীরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য টার্গেট কিলিং করিয়ে থাকে সন্ত্রাসবাদীরা। তাই নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবুও নাগরিকদের মৃত্যু এড়ানো যাচ্ছে না। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো এই ধরনের কাজে পার্টটাইম বা হাইব্রিড সন্ত্রাসবাদীদের নিয়োগ করে। ছোট অস্ত্র বা পিস্তলের সাহায্যেই আমজনতাকে টার্গেট করে তাদের খুন করে পরবর্তীতে আবার সাধারণ জীবন যাপন করে এই সন্ত্রাসবাদীরা।

এদের ধরা এককথায় অত্যন্ত মুশকিল। গত দু’দিনে প্রায় 5 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। হাইব্রিড সন্ত্রাসবাদীদের শনাক্তকরণের জন্য তল্লাশি চালানো হচ্ছে। কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন এই বছর এখনো পর্যন্ত মোট 28 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কাশ্মীরে যাদের মধ্যে পাঁচজন স্থানীয় হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ।

পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের কারণে কার্যত সন্ত্রাসবাদীরা হতাশ হয়ে পড়ে এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। নতুন সদস্যদের দিয়ে আক্রমণ করানো হচ্ছে। তবে তাদের চিহ্নিত করে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সেনাবাহিনী। এদিকে কাশ্মীরের পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মজীনার সঙ্গে বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে আগামী দিনে হাইব্রিড সন্ত্রাসীদের বিরুদ্ধে যাতে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে আলোচনা হতে পারে।