Home বিনোদন বাংলা গানের খ্যা’তি দেশজু’ড়ে, শুভমিতা ব্যানার্জির জনপ্রিয় গান এবার মারাঠি ভা’র্স’নে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা গানের খ্যা’তি দেশজু’ড়ে, শুভমিতা ব্যানার্জির জনপ্রিয় গান এবার মারাঠি ভা’র্স’নে

বর্তমানে ভিন্ন রকম বাংলা ছবির পাশাপাশি বাংলা গানের পরিধিরও ধীরে ধীরে ব্যাপক বিস্তার ঘটছে। সেই সাথে মানুষের কাছে বাংলা গানের জনপ্রিয়তাও বাড়ছে। বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের গানের ভক্ত চোখে পড়ার মতো। শুধু বাংলা নয় তাঁর গানের ভক্ত রয়েছেন সুদূর মুম্বইতেও।

শুভমিতার গান বলতে প্রথমেই মনে পড়ে ‘বৃষ্টি পায়ে পায়ে ‘ অ্যালবামের “দেখেছো কী তাঁকে” এই গানটির কথা। ২০০৫ সালে গানের অ্যালবামটি মুক্তি পেয়েছিল। গানে হালকা রোম্যান্সের ছোঁয়া মুগ্ধ করেছিল সকল প্রেমিক মনকে। এই গানটির রচয়িতা অর্না শীল। গানটি কম্পোজিশনের দায়িত্বে ছিলেন জয় সরকার।

একসময় এই গানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আজও মানুষ এই গান শুনলে মনের অজান্তেই গুনগুন করে ওঠে। মুম্বই নিবাসী সংগীতশিল্পী অমৃতা সরকার এমনভাবেই এই গানের প্রেমে পড়েন যে লোভ সামলাতে না পেরে শুভমিতার অনুমতি নিয়ে সোজা মারাঠি ভাষায় গেয়ে ফেললেন গানটি।

আরো পড়ুন: নবাবের শহর মুর্শিদাবাদে জলের পাইপ লাইন খুঁ’ড়’তে গি’য়ে এ কি বে’র হয়ে আসলো?

মারাঠি ভাষায় মুক্তি প্রাপ্ত এই জনপ্রিয় বাংলা গানের প্রসঙ্গে শুভমিতা বলেন, “অমৃতা ভীষণই ভালো গেয়েছে। আর মারাঠি ভার্শনে একটা বাংলা গান মুক্তি পাওয়া মানে তা নতুন বাংলা গানের ক্ষেত্রে বিশাল বড় জয়। আগামী দিনেও বাংলা গান যাতে ঠিক এইভাবেই এগিয়ে যায় সেই আশাই করব।”

শুভমিতা আরও বলেন, “অমৃতা আমার কাছে অনুমতি চেয়েছিল গানের মারাঠি ভার্শনের জন্য। আমি প্রথম থেকেই রাজি ছিলাম। এমনকি আমি অমৃতাকে এই গানের কম্পোজার জয়ের থেকেও অনুমতি নেওয়ার কথা বলেছিলাম।

পরে সকলের মত নিয়েই মারাঠি ভাষায় গানটি রেকর্ড করা হয়েছে। যদিও এটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল। কিন্তু, কোভিড পরিস্থিতির জন্য এই দেরিটা হল। এখন আমি আর অমৃতা দুজনেই আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে গানটি শেয়ার করেছি। আর তারপর থেকেই তা ভাইরাল।”

বাংলা গানের জগতে এহেন নতুন দিকের উন্মোচন প্রসঙ্গে শুভমিতা বলেন, “আজ থেকে প্রায় বছর ২০ আগে “যারে যারে ফিরে যা রে” গানটি আমি মালায়ালাম ভার্সানে রেকর্ড করেছিলাম। কিন্তু, তখন তো এতো সোশ্যাল মিডিয়ার চল ছিল না। তাই সেভাবে প্রচার হয়নি। তবে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে মারাঠি ভার্শনের এই গানটা এত জনপ্রিয়তা পেয়েছে বলে খুব খুশি হয়েছি।”